নবজাতককে খাওয়ানোর পরপরই কিছুটা দুধ নাক–মুখ দিয়ে বের হতে পারে। এমন অভিজ্ঞতা নতুন মায়েদের কমবেশি হয়ে থাকে। কখনো কখনো বাচ্চার পেটের ব্যথায় পরিবারের সদস্যদের ঘুমে ব্যাঘাত ঘটে। আর সাধারণত এসবই হয় নবজাতকের পেটে গ্যাস বা বাতাস জমার কারণে। তাই তাদের গ্যাস বের করতে আলতোভাবে পিঠ চাপড়ে ঢেকুর তোলানো জরুরি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘বারপিং’ বলে।
শিশুকে এমনভাবে কোলে তুলে ঢেকুর তোলাতে হবে, যেন শিশু ও মা দুজনের জন্যই তা আরামদায়ক হয়। এ জন্য প্রয়োজন—
সোজা হয়ে বসে বাচ্চাকে বুকের বিপরীতে এমনভাবে নিতে হবে, যেন বাচ্চার থুতনি মায়ের কাঁধের ওপর থাকে; এক হাত দিয়ে মা বাচ্চাকে সাপোর্ট দেবেন এবং অন্য হাত কাপের মতো আকৃতি করে পিঠে আলতোভাবে চাপ দেবেন।
বাচ্চাকে কোলে বসিয়ে তার থুতনি ও বুক মা এক হাতে আলগে ধরে অন্য হাত দিয়ে পিঠে হালকা চাপ দেবেন। এভাবেও পাকস্থলির বাতাস বের করা যেতে পারে।
এরপরও যদি মনে হয় শিশুর পেটে গ্যাস জমে আছে, সে ক্ষেত্রে শিশুকে চিত করে শুইয়ে পেটে আলতো করে চাপ দিতে হবে এবং সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে বাচ্চার পা নড়াচড়া করানোর চেষ্টা করতে হবে।
এর পরও যদি বাচ্চার গ্যাস না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উল্লেখ্য, সাধারণত ঢেকুরের সঙ্গে বাতাস বের হয়ে আসে। তবে কখনো কখনো দুধের কিছু অংশও বের হতে পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই।
শিশু দুধ খাওয়ার সময় কিছু বাতাস পেটে যেতে পারে। যা শিশুর জন্য খুবই অস্বস্তিকর। এ ক্ষেত্রে বুকের দুধ খাওয়া শিশুদের তুলনায় ফিডারে দুধ খাওয়া শিশুদের মধে৵ এ প্রবণতা বেশি।
শুধু দুধের সঙ্গে বাতাস যাওয়ার জন্যই যে শিশুর পেটে গ্যাস জমে, এমনটি নয়। শিশুদের অপরিণত পরিপাকতন্ত্র খাদ্যের বিপাকক্রিয়ায় উপজাত হিসেবেও গ্যাস তৈরি করে থাকে।
পেট ফোলা ও শক্ত লাগা। পেট ফেঁপে থাকা;
পেটব্যথা বা ইনফ্যান্টাইল কোলিক;
কান্নাকাটি করে লাল হয়ে যাওয়া;
অস্থির ও খিটখিটে হয়ে যাওয়া;
ব্যথায় পা কুঁচকে পেটের কাছে নিয়ে আসা।
ডা. ফারাহ দোলা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তর