সবাই দিব্যি আড্ডা দিচ্ছে আর মশা তাড়াতে তাড়াতে আপনার জীবন শেষ। অন্যরা গল্প করলেও মশার কামড়ে আপনি টিকতেই পারলেন না। আবার রাতে খাবার টেবিলে সবাই যখন দিব্যি আরামে খায়, তখনো আপনাকে ঘিরেই চলে মশার আনাগোনা। মশা কি সত্যিই আপনাকে বেশি কামড়ায়? নাকি পুরো ব্যাপারটাই মানসিক?
উত্তর হলো, হ্যাঁ, মশা আপনাকে আসলেই অন্যদের তুলনায় বেশি কামড়ায় এবং শুধু আপনি নন, পৃথিবীর প্রায় ২০ শতাংশ মানুষ আপনার মতোই মশার অত্যধিক ‘ভালোবাসা’র শিকার। মাথা চাপড়ে লাভ নেই, কারণ সমস্যাটা আসলে আপনার মাথার তথা কপালের নয়। আপনার রক্তের গ্রুপ, শারীরিক অবস্থা এমনকি আপনার গায়ে বসবাস করা ব্যাকটেরিয়ার ওপরও নির্ভর করে।
কাজেই জেনে নিন, মশার প্রিয়তম হওয়ার ঠিক কোন কারণটা আপনার মধ্যে আছে এবং এই কারণ কীভাবে দূর করে মশার হাত থেকে বাঁচবেন।
আপনার রক্তের গ্রুপ
অদ্ভুত শোনালেও সত্যি, কিছু কিছু গ্রুপের রক্ত মশারা একটু বেশিই পছন্দ করে। কাজেই মশাদের টেস্ট বাডে আপনার রক্ত মজাদার লেগে গেলেই আপনি মশাদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়ে যাবেন। বিশেষ করে ‘এবি’ আর ‘ও’ গ্রুপের রক্ত এশীয় মশাদের কাছে বেশি প্রিয়।
বেশি শ্বাস নিলেও বিপদ
কার্বন ডাই–অক্সাইডের প্রতিও মশাদের একটা ভালো লাগা আছে। কাজেই আপনি যদি বেশি বেশি নিশ্বাস নেন, একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হন, তবে আপনার রোগা বন্ধুর তুলনায় মশা আপনাকে বেশি পছন্দ করবে।
মশাও ‘হটনেস’ পছন্দ করে
না, না, অন্যকিছু ভাবার প্রয়োজন নেই, এই হট মানে আসলেই গরম। মানে আপনার শরীরের তাপমাত্রা যদি বেশি হয়, তবে মশা আপনার শরীরে অন্যদের তুলনায় বেশি বসবে। কাজেই দৌড়ানোর সময় বা ব্যায়াম করে এসে বসার সময় খুব সাবধান।
ঘামে ভেজা শরীরও মশার অনেক পছন্দ
ঘাম আপনার অপছন্দ হলেও মশার আবার খুবই প্রিয়। বিশেষ করে ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া মশাকে অনেক বেশি আকর্ষণ করে। অতএব ঘামে ভেজা শরীর নিয়ে কোথাও বসার আগে সাবধান।
অন্তঃসত্ত্বাদের মশা বেশি কামড়ায়
দক্ষিণ আফ্রিকায় ২০০০ সালের দিকে করা এক গবেষণায় দেখা যায়, সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা নারীদের মশা কামড়ানোর হার দ্বিগুণ!
খাবার যখন মশা ডেকে আনে
রক্তের গ্রুপ দেখে ভাবছেন, মশার হাত থেকে বেঁচে গেছেন? লাভ নেই। অনেক সময় আপনার খাবারও হতে পারে মশায় ধরার কারণ। যদিও এ বিষয়ে খুব বেশি গবেষণা নেই, তারপরও মিষ্টি, ঝাল ও পটাশিয়াম-সমৃদ্ধ খাবার মশার বেশি পছন্দ বলে মনে করা হয়। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক কলাকেও মশার আকর্ষণীয় খাবার হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং কলা খাওয়ার আগে সাবধান।
কালো আর সবুজ রঙের পোশাকেও আছে বিপদ
শুধু খাওয়াদাওয়া বা ব্যায়াম নয়, আপনার পোশাকও মশাকে আকর্ষণে ভূমিকা রাখে। গবেষণা বলছে, হালকা বা সাদা রঙের তুলনায় কালো আর সবুজ রঙের পোশাক পরা লোকজনকে মশা বেশি ধরে।
বাঁচার উপায় কী?
মশার কামড় শুধু যন্ত্রণাদায়ক ও বিরক্তিকরই নয়, বরং মশা অনেক বিপজ্জনক রোগজীবাণুও বহন করে। কাজেই ওপরের কারণগুলোর মধ্যে যেগুলো নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোর দিকে খেয়াল রাখা ভালো। রক্তের গ্রুপের মতো বিষয়গুলো যেহেতু পরিবর্তন করা সম্ভব নয়, সেহেতু ঘরবাড়ি পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া, পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা ও থাকা, মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতিগুলো ব্যবহার করা, হাত ও পায়ের খোলা জায়গায় মশা না কামড়ায় সে–জাতীয় লোশন ব্যবহার করতে পারেন। সম্মিলিত পদক্ষেপই কেবল মশাদের ভেতর আপনার জনপ্রিয়তা কমাতে পারে।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড