সিঁড়ি ভাঙলে বুকে ব্যথা হয়, কীসের লক্ষণ জানেন?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও মেডিসিনবিশেষজ্ঞ ডা. নুর মোহাম্মাদ

সিঁড়ি দিয়ে উঠে বুকে ব্যথা কীসের লক্ষণ?

প্রশ্ন: আমার বয়স ২২ বছর। হালকা দৌড়ালে কিংবা একটু জোরে ২-৩ তলা সিঁড়ি ভাঙলে বুকজুড়ে মাঝারি আকারের ব্যথা হয়। শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়। কিছুক্ষণ পর বুকের বাঁ পাশে হালকা ব্যথা বোধ হয়, আর হাত-পা কাঁপতে থাকে। এ রকম হওয়াটা কী স্বাভাবিক, না কোনো রোগের লক্ষণ? আমি কৃষিকাজে অনেক পরিশ্রম করি, কিন্তু তখন এই উপসর্গগুলো হালকা মনে হয়।

শাহরিয়ার, রংপুর

পরামর্শ: এগুলো মোটেই কোনো স্বাভাবিক লক্ষণ নয়। বেশ কিছু কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। আপনার বয়স কম, এ বয়সে সচরাচর ইসকেমিক হার্ট ডিজিজ হয় না। তবে আপনার হার্টে জন্মগত ত্রুটি থাকতে পারে। হৃৎপিণ্ডে কোনো ছিদ্র অথবা ভাল্‌ভের কোনো সমস্যার কারণে এমনটি হতে পারে। হার্টের ত্রুটি নির্ণয়ে ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি করে নিশ্চিত হতে হবে। যদি হার্টের কোনো সমস্যা না পাওয়া যায়, তাহলে জেনে নিতে হবে অ্যাজমা বা হাঁপানিজাতীয় কোনো সমস্যা আছে কি না। এ ক্ষেত্রে বুকের এক্স-রে ও অ্যালার্জি পরীক্ষা করিয়ে নিন। এর মাধ্যমে সমস্যার প্রকৃত কারণ নির্ণয় করা সহজ হবে। আপনি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা গ্রহণ করুন।