মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করবেন যেভাবে

‘মসকিউটো রিপেলেন্টের’ কিছু উপাদান তিন বছরের কম বয়সী শিশুদের উপযোগী নয়।
ছবি : কবির হোসেন

ঘরে-বাইরে মশা থেকে সুরক্ষা পেতে ‘মসকিউটো রিপেলেন্ট’ বেশ কার্যকর। তবে সঠিক কার্যকারিতা পেতে হলে ঠিকঠাক ব্যবহারবিধি জানা থাকাটা জরুরি। সঠিক নিয়মে ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিও এড়ানো যায়। বিশেষত শিশুদের ব্যাপারে প্রয়োজন বাড়তি সতর্কতা।

মশা দূরে রাখার কিছু উপকরণ আছে, যা ত্বকে প্রয়োগ করতে হয়। আবার কিছু আছে, পোশাকে লাগাতে হয়। এগুলোর কোনোটি কত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং কোনোটির প্রয়োগবিধি কী, সেই বিষয়ে নির্দেশনাগুলো পড়ে নিন। কিছু উপাদান তিন বছরের কম বয়সী শিশুদের উপযোগী নয়। কেনার সময়ই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ভালো মানের পণ্য বেছে নেওয়াটাও জরুরি। নির্দিষ্ট স্থানে প্রয়োগ করার পর হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলার কথাটিও ভোলা যাবে না।

ভালো মানের ‘মসকিউটো রিপেলেন্ট’ বেছে নেওয়াটাও জরুরি।

যখন যেখানে প্রয়োজন

রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান জানালেন, বর্ষা এবং বর্ষা–পরবর্তী মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এ সময় এ ধরনের অনুষঙ্গ ব্যবহার করা যেতে পারে। আবার কেউ যদি এমন কোনো এলাকায় যান, যেখানে মশাবাহিত অন্যান্য রোগের ঝুঁকি বেশি, সে ক্ষেত্রেও দারুণ কাজে আসে এসব উপকরণ। যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ম্যালেরিয়ার ঝুঁকির কারণে ‘মসকিউটো রিপেলেন্ট’ সঙ্গে রাখা উচিত।

একবারে অতিরিক্ত পরিমাণে ‘মসকিউটো রিপেলেন্ট’ লাগানো উচিত নয়।

 প্রয়োগবিধি

মশার কামড় থেকে বাঁচতে এমন পোশাক পরা ভালো, যাতে ত্বকের অধিকাংশ জায়গা ঢেকে থাকে; ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া উচিত। আর ত্বকের যে অংশ পোশাকের নিচে ঢাকা থাকে, সেই অংশে ‘মসকিউটো রিপেলেন্ট’ প্রয়োগ করবেন না। যেটুকু উন্মুক্ত থাকে, সেখানে প্রয়োগ করুন।

  • মুখ বা চোখের কাছাকাছি জায়গায় কিংবা হাতের তালুতে ‘মসকিউটো রিপেলেন্ট’ প্রয়োগ করবেন না।

  • ত্বকে কোনো ক্ষত থাকলে ওই স্থানে লাগাবেন না।

  •  সানস্ক্রিন–সামগ্রী ব্যবহার করতে চাইলে ত্বকে প্রথমে সানস্ক্রিন–সামগ্রী প্রয়োগ করুন। এটি ত্বকে মিশে যাওয়ার পর ‘মসকিউটো রিপেলেন্ট’ লাগিয়ে নিন।

  • ত্বকে প্রয়োগ করতে না চাইলে এমন অনুষঙ্গও বেছে নিতে পারেন, যা পোশাকে ব্যবহার করা যায়।

  • ত্বকে কিংবা পোশাকে যেখানেই প্রয়োগ করা হোক না কেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলো কার্যকর থাকে। তাই নির্দিষ্ট সময় অন্তর পুনরায় প্রয়োগ করতে হবে। তবে একবারে অতিরিক্ত পরিমাণে লাগানো উচিত নয়।