হরমোনের সমস্যা কেন হয়

হরমোন হলো শরীরের বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত বিশেষ ধরনের কেমিক্যাল মেসেঞ্জার বা বার্তাবাহক, যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রবাহিত হয়ে নানা রকম প্রভাব সৃষ্টি করে। আমাদের মস্তিষ্কের ভেতরকার হাইপোথ্যালামাস ও পিটুইটারি থেকে শুরু করে গলার থাইরয়েড, প্যারাথাইরয়েড, পেটের মধ্যকার অ্যাড্রেনাল গ্রন্থি হয়ে তলপেটে ওভারি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীরজুড়েই রয়েছে নানা ধরনের গ্রন্থি। আর এসব গ্রন্থি থেকে প্রতিমুহূর্তে তৈরি হচ্ছে নানা রকম হরমোন।

হরমোনের ভারসাম্যহীনতার জন্য রাত জাগাও দায়ী

হরমোনের সমস্যা কেন হয়

হরমোনের সমস্যাগুলোকে মোটাদাগে দুই ভাগে ভাগ করা যায়।

১.   প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি হওয়া।

২.   প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হরমোন তৈরি হওয়া। এর বাইরে গ্রন্থিগুলোয় হতে পারে সংক্রমণ, প্রদাহ, এমনকি টিউমার বা ক্যানসার। বেশির ভাগ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যাগুলো হয়ে থাকে অটোইমিউন রোগের কারণে। মানে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধক্ষমতার ভুলের কারণে। এর বাইরে নানা ধরনের ভাইরাস সংক্রমণ, টিবি বা প্রদাহ দায়ী হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী মন্দ খাদ্যাভ্যাস, স্থূলতা, রাত জাগা বা কায়িক শ্রমহীনতার মতো বিষয়গুলোও। কখনো নানা ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।