পরামর্শ দিয়েছেন ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের কনসালট্যান্ট, মেডিসিন, অ্যালার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. জুবায়ের আহমেদ
প্রশ্ন: আমার স্ত্রীর বয়স ২২ বছর। উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৬৫ কেজি। মেয়ের জন্মের পর থেকে আমার স্ত্রীর শারীরিক দুর্বলতা দিন দিন বেড়ে যাচ্ছে। যা–ই খাওয়াদাওয়া করে না কেন, শরীরে শক্তি পায় না। সব সময়ই দুর্বলতা কাজ করে। একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছিলাম, কোনো কাজ হয়নি। প্রচুর ঘুম হওয়ার পরও আরও ঘুমাতে চায়। মনমেজাজও অকারণে খিটখিটে হয়ে থাকে। উল্লেখ্য, সন্তান জন্মের পর থেকে যৌন মিলনেও খুব অনীহা। এমন অবস্থায় কী করলে উপকার পাব, জানালে উপকৃত হতাম।
নাম প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ: আপনার স্ত্রীর সমস্যাগুলো পড়ে মনে হচ্ছে, এ ক্ষেত্রে তিনটি বিষয় ঘটে থাকতে পারে। প্রথমত, প্রসব–পরবর্তী মনস্তাত্ত্বিক জটিলতা। দ্বিতীয়ত, হরমোনজনিত, বিশেষত থাইরয়েডের সমস্যা এবং তৃতীয়ত, প্রসবজনিত হৃদ্রোগ। এগুলো যথাযথভাবে নির্ণয় না করে চিকিৎসা দেওয়া সমীচীন হবে না। আপনার স্ত্রীকে দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান, যিনি এ তিনটি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসাপ্রক্রিয়া শুরু করবেন। চিকিৎসার পাশাপাশি আপনার স্ত্রীর দৈনন্দিন জীবনযাপন ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা দরকার হতে পারে।