সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সাড়া ফেলে দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেধেছেন এই ক্রিকেটার। তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। আগামী ফেব্রুয়ারিতে শোয়েব পা দেবেন ৪২-এ। অথচ তাঁকে দেখে বয়স আন্দাজ করার বেশ কঠিন। তাঁর মতো ফিট খেলোয়াড় বর্তমান পাকিস্তান দলেও বিরল। শোয়েবের আন্তর্জাতিক ক্যারিয়ার ২৪ বছরের। এতদিন ধরে একই রকম ফিটনেস ধরে রাখার রহস্য কী?