কানে পানি ঢুকে গেলে যা করতে হবে

প্রশ্ন

আমার বোনের বয়স ১৩ বছর। প্রায় তিন মাস হয় পুকুরে গোসল করতে নেমে আমার বোনের কানে পানি ঢুকেছিল। এখন তার কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ হয়। রাতে মাঝেমধ্যে ব্যথায় সে চিৎকার করে। সমাধান কী? ফরিদপুর থেকে প্রশ্নটি পাঠিয়েছেন এমদাদুল।

পরামর্শ: কান অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। একটু এদিক-সেদিক হলেই সমস্যা হয়ে থাকে। আপনার বোনের কানের ভেতরে কোনো সমস্যা হয়েছে কি না, আগে নিশ্চিত হতে হবে। তিন মাস আগে পানি ঢুকে থাকলে এত দিন পরে এসে ব্যথা হওয়ার কথা না। অন্য কোনো জটিলতার কারণে এমনটা হয়ে থাকতে পারে। দ্রুত আপনার বোনকে একজন নাক কান গলা রোগবিশেষজ্ঞ দেখান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মূল কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 

পরামর্শ দিয়েছেন—ডা. এম আর ইসলাম।

নাক কান গলা রোগবিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন, কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল।