ঘাড়ব্যথা হলে আমরা চিন্তিত হয়ে পড়ি, নিশ্চয়ই প্রেশার বেড়েছে। উচ্চ রক্তচাপ হলে কারও কারও ঘাড়ব্যথা বা ঘাড়ের কাছে একটা অস্বস্তি হতে পারে, তবে তার মানে কি এই যে ঘাড়ব্যথা মানেই উচ্চ রক্তচাপ?
ঘাড়ব্যথা কিন্তু নানা কারণে হতে পারে। তবে সচরাচর যে কয়েকটি কারণ দেখা যায়, সেসব নিয়ে আগে চিন্তা করতে হবে। যেমন
১. ঘাড়ে আঘাত পাওয়া।
২. অনেক সময় ঘাড়ের মাংসপেশির টান খাওয়ার কারণে ব্যথা হয়। বেকায়দায় ঘুমালে বা ভুল দেহভঙ্গির কারণে এমন প্রায়ই ঘটে।
৩. মানসিক চাপ বা অতিরিক্ত টেনশন।
৪. সারভিকেল স্পাইনের অর্থাৎ ঘাড়ের হাড়ের বিভিন্ন সমস্যা, যেমন স্পন্ডালাইটিস।
৫. বিভিন্ন বাতজনিত রোগ, যেমন আর্থ্রাইটিসের ব্যথা।
৬. এ ছাড়া বিভিন্ন সংক্রমণ বা ইনফেকশন, এমনকি টিউমার থেকেও ঘাড়ব্যথা হতে পারে, যদিও তা তুলনামূলকভাবে বিরল।
উচ্চ রক্তচাপে কেবল ঘাড়ব্যথা কেন, কোনো উপসর্গ না–ও থাকতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এটি উপসর্গবিহীন। তবে একজন উচ্চ রক্তচাপের রোগীর কিছু লক্ষণ থাকতে পারে, যেমন মাথাব্যথা, শারীরিক অস্বস্তি, মাথা ঘোরা, ঘাড়ব্যথাও হতে পারে। তবে উপসর্গের মাধ্যমে উচ্চ রক্তচাপ শনাক্ত হওয়ার হার খুব কম। যেকোনো পূর্ণ বয়সী ব্যক্তির নিয়মিত রক্তচাপ মাপা উচিত। বেশির ভাগ উচ্চ রক্তচাপ মাপতে গিয়েই ধরা পড়ে। তাই কোনো লক্ষণ থাকুক আর না থাকুক, নিয়মিত প্রেশার মাপার যন্ত্রে উচ্চ রক্তচাপ পাওয়া গেলে অবশ্যই চিকিৎসার প্রয়োজন।
আবার অনেকে আছেন অস্বস্তি বা ঘাড়ব্যথা হলে প্রেশার বেড়েছে ভেবে ওষুধ খান, আবার প্রেশার কম থাকলে ওষুধ খান না। এভাবে পরামর্শ ছাড়া ওষুধ সেবন ঝুঁকিপূর্ণ। অতএব, এটা বলা চলে, ঘাড়ব্যথা মানেই উচ্চ রক্তচাপ নয়।
ডা. সাইফ হোসেন খান: মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা