কানে পোকা ঢুকলে ব্যথা আর অস্বস্তিকর অনুভূতি তো হয়ই, একধরনের ভয়ও কাজ করে মনে
কানে পোকা ঢুকলে ব্যথা আর অস্বস্তিকর অনুভূতি তো হয়ই, একধরনের ভয়ও কাজ করে মনে

কানে পোকা ঢুকলে কী করবেন?

ছোট্ট একটা পোকা কানে ঢুকে গেলে বড় সমস্যাও হতে পারে। কানে পোকা ঢুকলে ব্যথা আর অস্বস্তিকর অনুভূতি তো হয়ই, একধরনের ভয়ও কাজ করে মনে। ঝুঁকি থাকে কানের ভেতর ক্ষত সৃষ্টি হওয়ার। পরবর্তী সময়ে হতে পারে সংক্রমণও। কানে পোকা ঢুকে গেলে ওই মুহূর্তে কী করা উচিত, কী করা উচিত নয়, জেনে নিন আজ।

আচমকা ছোট পোকা থেকে শুরু করে মশা, মাছি, পিঁপড়া এমনকি তেলাপোকা পর্যন্ত ঢুকে যেতে পারে কানে। রাতে শোয়ার সময় এমনটা বেশি ঘটে। তবে যে পরিস্থিতিতে যে পোকাই কানে ঢুকুক না কেন, তা বের করার জন্য খোঁচাখুঁচি করা যাবে না কোনোভাবেই। ধরা যাক, আপনি কটনবাড বা অন্য কোনো কিছুর সাহায্যে পোকাটি বের করার চেষ্টা করছেন, তাতে কিন্তু পোকাটিকে কানের আরও ভেতরের দিকে ঠেলে দেওয়া হবে। আর এই চেষ্টা করতে গিয়ে কানের বিভিন্ন অংশে ক্ষত হওয়ার ঝুঁকিও বাড়ে। বিস্তারিত জানালেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা ও হেড–নেক সার্জারি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান

যা করবেন

কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারেন, পোকাটি আপনাআপনি বেরিয়ে আসে কি না। আশপাশে কেউ থাকলে আপনার কানের দিকে খেয়াল করতে বলুন। পোকাটিকে বেরিয়ে আসতে দেখা গেলে তিনি সেটিকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। তবে এমন ঘটনা সচরাচর ঘটতে দেখা যায় না। বরং অধিকাংশ ক্ষেত্রেই পোকাটি কানের ভেতরের দিকে আরও ঢুকে যেতে থাকে। তাই আপনার কাজ হবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

তবে ওই মুহূর্তেই যদি চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে পোকাটিকে মেরে ফেলার ব্যবস্থা করতে হবে আপনাকেই। এ জন্য হাতের কাছে যে তেল পান, সেটিই দিয়ে দিন কানের ভেতর। কানের ভেতরটা ভরিয়ে তুলতে যতটা পরিমাণ প্রয়োজন, ততটা তেলই দিতে হবে কানে। তেল দেওয়ার সময় এবং তেল দেওয়ার পরও মিনিট দশেক মাথা ঝুঁকিয়ে রাখুন বিপরীত দিকে। অর্থাৎ ডান কানে পোকা ঢুকলে বাঁ দিকে মাথা হেলিয়ে রাখতে হবে। কিংবা বাঁ দিকে কাত হয়ে শুয়েও থাকতে পারেন। এরপর দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে চলে যেতে হবে পোকাটিকে বের করে ফেলার জন্য।

তবে তেল না পেলে বিকল্প হিসেবে পানিও ব্যবহার করতে পারেন একইভাবে। অবশ্য আপনার যদি আগে থেকে কানপাকাজাতীয় সমস্যা থাকে, তাহলে আপনি তেল বা পানি কোনোটাই ব্যবহার করতে পারবেন না। এ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে তা সম্ভব না হলে তেলের বিকল্প হিসেবে যেকোনো একটি অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন ওই একই নিয়মে।

যা করবেন না

  • কানে পোকা ঢুকলে কানের ভেতর ফড়ফড় করতে পারে, মনে হতে পারে কানে কিছু একটা হাঁটছে। চুলকাতেও পারে কানের ভেতর। কিন্তু সেই মুহুর্তে যেকোনো উপায়ে পোকা বের করার জন্য অস্থির হয়ে পড়া যাবে না।

  • কেউ কেউ নাক বন্ধ করে কান দিয়ে বাতাস বের করার চেষ্টা করে থাকেন এমন পরিস্থিতিতে। উদ্দেশ্য হলো, কানের বাতাসের চাপে পোকাটিকে বের করে ফেলা। তবে বাস্তবতা হলো, শ্বাস বন্ধ করে কানে এতটা চাপ সৃষ্টি করা আদতেই সম্ভব নয়, যাতে পোকাটি বেরিয়ে আসতে পারে। উল্টো এই কাজ করতে গিয়ে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে।

  • কানের ভেতর পোকাটি মরে গেলে তেমন কোনো সমস্যা অনুভব না–ও করতে পারেন। সে ক্ষেত্রে চিকিৎসকের কাছে আর যেতে চান না কেউ কেউ। তবে এমনভাবে অবহেলা করা কিন্তু উচিত নয়। কারণ, মৃত অবস্থায় রয়ে গেলেও পরবর্তী সময়ে কানে সংক্রমণ হতে পারে।