পরামর্শ দিয়েছেন ল্যাবএইড হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালট্যান্ট, চর্ম, যৌন, কুষ্ঠ ও অ্যালার্জি রোগ–বিশেষজ্ঞ ডা. মাহমুদ চৌধুরী
প্রশ্ন: আমার বয়স ১৯ বছর। আমি একজন ছেলে। গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার মাথা থেকে নিয়মিত চুল পড়ে পাতলা হয়ে গেছে। খুশকিও আছে, শীতের দিনে বেশি হয়। এখন আমার করণীয় কী?
নাফিজ খান
উত্তর: নানা কারণে ছেলেদের মাথার চুল পড়ে। প্রতিদিন এক শ থেকে দেড় শ চুল পড়াটা স্বাভাবিক। মাথায় খুশকি হওয়ার জন্য সাধারণত খুব বেশি চুল পড়ে না। খুশকি দূর করার জন্য নিয়মিত খুশকিনাশক শ্যাম্পু ব্যবহার করা দরকার। গোসলের পর মাঝেমধ্যে স্টেরয়েড লোশন ব্যবহার করলে খুশকি নিয়ন্ত্রণে থাকবে। যেকোনো দীর্ঘমেয়াদি অসুখের কারণে শরীর অসুস্থ থাকলে চুল পড়ে। এ ছাড়া ছেলেদের হরমোন–সংক্রান্ত সমস্যার জন্য মাথায় টাক পড়ার আগে চুল পড়ে। কৈশোর থেকে যৌবনে প্রবেশের সময় এই সমস্যা দেখা দিতে পারে। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে এটিও নিয়ন্ত্রণে আনা সম্ভব।