চুলকানি হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন
চুলকানি হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন

শরীরে পানি লাগার পর শুকিয়ে গেলে প্রচুর চুলকানি হয়, কী করব?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড অ্যাস্থেটিক অ্যান্ড লেজারলাউঞ্জের কনসালট্যান্ট, ডার্মাটোসার্জারি, লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন ডা. শাহানা বেগম

প্রশ্ন: আমার বয়স ২২ বছর। গোসল করলে বা শরীরে পানি লাগার পর শুকিয়ে গেলে প্রচুর চুলকানি হয়। অতিরিক্ত রকম। ৭ থেকে ১০ মিনিট চুলকানি থাকে। বিশেষ করে স্যাঁতসেঁতে দিনগুলোয় বেশি হয়। শরীরে কোনো ধরনের ফুসকুড়ি নেই। পরামর্শের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ওষুধের নাম বললে উপকার হয়।

রাজু মাহমুদ, (ঠিকানা পাওয়া যায়নি)

পরামর্শ: আপনার বর্ণনা থেকে মনে হচ্ছে, আপনার সমস্যাটির নাম অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া। এ সমস্যায় শরীরে পানিজনিত অ্যালার্জি দেখা দেয়। সঠিক চিকিৎসা নিলে ভালো থাকা যায়। দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হোন এবং চিকিৎসা গ্রহণ করুন। আর আপনার জন্য তাৎক্ষণিক পরামর্শ হলো, প্রাত্যহিক জীবনে কিছু সাধারণ নিয়মকানুন মেনে চলুন। যেমন গোসলের সময় স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করবেন। গোসলে অতিরিক্ত গরম বা খুব ঠান্ডা পানি ব্যবহার না করাই ভালো। এগুলো মেনে চললে আশা করি ভালো থাকবেন।