গ্যাসের সমস্যা থাকলে কি কাঁধে ব্যথা হতে পারে?

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিয়া মাশহুদ আহমদ

গ্যাসের সমস্যা থাকলে কি কাঁধে ব্যথা হতে পারে?

প্রশ্ন: মাঝেমধ্যে আমার কাঁধে ব্যথা করে। একজন মেডিকেল শিক্ষার্থী বলেন, এটা গ্যাসের ব্যথা। আমার প্রশ্ন হলো, গ্যাসের সমস্যা থাকলে কি কাঁধে ব্যথা হতে পারে? হলে এর সমাধান কী?

আশিক মেহেদি, কুষ্টিয়া

পরামর্শ: হ্যাঁ, গ্যাসের কারণে কাঁধে ব্যথা হতে পারে। তবে কাঁধে ব্যথার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কারণটি দায়ী, তা হলো স্নায়বিক জটিলতা। পরিপাকতন্ত্রের সঙ্গে স্নায়ুতন্ত্রের সম্পর্ক আছে। ফলে এই দুইয়ের মাঝে কোনো অসংগতি দেখা দিলে কাঁধে ব্যথা হয়ে থাকে। আবার ফাইব্রোমায়ালজিয়ার কারণেও এ ব্যথা হতে পারে। এ ক্ষেত্রে শরীরের পেশি ও নরম টিস্যুগুলোয় ব্যথা হয়। মূল কারণ জানার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার। আপাতত এই ব্যথা থেকে মুক্তি পেতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন হোন। ভাজাপোড়া, অধিক তেল, মসলা ও চিনিযুক্ত খাবার যত কম খাওয়া যায়,
ততই ভালো।