শিশুদের মাথার ত্বকে গরমকালে একধরনের ফুসকুড়ি হতে দেখা দেয়। এ সমস্যার নাম সেবোরিক ডারমাটাইটিস বা ক্রাডল ক্যাপ। যেকোনো বয়সে এটা হতে পারে, জন্মের পর প্রথম বছরে এবং কৈশোরে হওয়ার আশঙ্কা বেশি।
জন্মের চার থেকে আট সপ্তাহের মধ্যে শিশুর মাথার ত্বক অনেক সময় লাল ফুসকুড়িতে ভরে যেতে পারে।
সাধারণত এটা প্রথমে মাথার নরম অংশে শুরু হয়, তারপর ছড়ায়। দ্রুত চিকিৎসা না করলে এই ফুসকুড়ি বা র্যা শ খুব শিগগির পুরো মাথায়, কপালে, কানের পেছনে, ভ্রু ও চোখের পাতায়, থুতনিতে, হাতের তালুতে, বগলে এবং সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এই রযাো শ বা গুটি হলে শিশুর শরীরে কোনো জ্বালা-যন্ত্রণা হয় না, চুলকানিও থাকে না। কিন্তু ছড়ায় দ্রুত। এ সমস্যা এড়াতে কয়েকটি পরামর্শ:
* শিশুর মাথায় তেল দেওয়া বন্ধ করতে হবে।
* শিশুর মাথার ত্বক সব সময় পরিচ্ছন্ন রাখবেন।
* অ্যান্টি-সেবোরিক শ্যাম্পু দিয়ে প্রতিদিন বা একদিন পরপর শিশুর মাথা ধুয়ে দিতে পারেন। এতে উপকার না পেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মলম লাগাতে হবে। চিকিৎসায় তাড়াতাড়ি সেরে গেলেও নির্দিষ্ট সময় পর্যন্ত মলম লাগিয়ে যেতে হবে।
* তৈলাক্ত আঁশের মতো এই ফুসকুড়ি তিন থেকে চার মাস পর্যন্ত বারবার হতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যান।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ