ত্বকের যত্ন

মুখে কালো দাগ পড়েছে, তবে মেছতা না

পাঠকের পাঠানো এই প্রশ্নের পরামর্শ দিয়েছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আসিফুজ্জামান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রশ্ন: আমার বয়স ২৯ বছর। চার বছর ধরে মুখে কালো কালো দাগ হয়েছে। গরমের সময় কম বোঝা যায়। কিন্তু শীতকালে বেশি চোখে পড়ে। চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম। তিনি বলেছেন, এগুলো মেছতা না। মূলত পারিবারিকভাবে হয়। এই সমস্যা থেকে মুক্তির কি কোনো উপায় নেই? থাকলে পরামর্শ দিয়ে সাহায্য করুন।

নাহিদ হাসান, টাঙ্গাইল

পরামর্শ: রোদ থেকে দূরে থাকবেন। সানস্ক্রিন ছাড়া রোদে বের হবেন না। কোনো হরমোনজনিত সমস্যা থাকলে দূর করতে হবে। দাগ দূরীকরণের কিছু পদ্ধতি আছে, তার জন্য অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে পারেন।

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা ই-মেইল: adhuna@prothomalo.com ফেসবুক পেজ: fb.com/Proadhuna ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫