ইনফোগ্রাফ

বাদল দিনের সতর্কতা

সূত্র: ট্রেন্ডসম্যাপ ডটকম
সূত্র: ট্রেন্ডসম্যাপ ডটকম

বর্ষাকাল চলছে। সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বর্ষাকালে নানারকম রোগব্যাধি হতে পারে। তাই কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। একনজরে দেখে নেওয়া যাক বর্ষাকালে কী করতে হবে আর কী এড়িয়ে চলতে হবে।