বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি যেভাবে পাবেন

স্বাস্থ্য জিজ্ঞাসা
স্বাস্থ্য জিজ্ঞাসা

জিজ্ঞাসা: বন্যাকবলিত হয়ে টিউবয়েল ডুবে গেছে। বিশুদ্ধ পানি কীভাবে পাব?

জালাল, সুনামগঞ্জ।

পরামর্শ: পানি এরই মধ্যে নেমে যেতে শুরু করেছে। যদি বাড়িতে আগুন জ্বালানোর মতো অবস্থা তৈরি হয়ে থাকে, তাহলে পানি ফুটিয়ে নেবেন। তলিয়ে যাওয়া টিউবয়েল ভেসে ওঠার পর তাতে ব্লিচিং পাউডার দিয়ে বিশুদ্ধ করা যেতে পারে। এক্ষেত্রে এক কলস পানিতে তিন থেকে চার চা-চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। এরপর সেই পানি টিউবয়েলের ভেতর ঢালুন। আধা ঘণ্টা এই অবস্থায় রাখার পর টানা আধা ঘণ্টা টিউবয়েল চেপে পানি বের করে ফেলে দিন। এভাবে পানি পানের উপযোগী হবে। এ ছাড়া ব্যবহার করতে পারেন পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন ট্যাবলেট। সাধারণত দেড় লিটার পানি বিশুদ্ধ করতে ৭.৫ মিলিগ্রাম, ৩ লিটারের জন্য ১৫ মিলিগ্রাম ট্যাবলেট দরকার হয়। সম্ভব হলে বাসায় ফিল্টারের ব্যবস্থা রাখুন।

অধ্যাপক ডা. সমীরণ কুমার সাহা

মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট, মেডিসিন বিভাগ

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা