স্বাস্থ্য জিজ্ঞাসা

পায়ের নখের গঠন নরম-ভঙ্গুর, কী সমস্যা হতে পারে

স্বাস্থ্য বিষয়ক যেকোনো জিজ্ঞাসা লিখে পাঠাতে পারেন এখানে। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকেরা দেবেন সমাধান

ছবি: পেক্সেলস

প্রশ্ন: আমার দুই পায়ের কনিষ্ঠ আঙুলের নখের গঠন নরম-ভঙ্গুর, রংও হলদে বাদামি। এটি কি কোনো রোগের পূর্বাভাস? এ অবস্থায় কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: নখ হলদে বাদামি ও ভঙ্গুর হওয়ার অন্যতম কারণ ছত্রাক সংক্রমণ। সোরিয়াসিস, ডায়াবেটিস, ফুসফুস ও কিডনি সমস্যায়ও এমনটা হতে পারে। কারণ নির্ণয় করে চিকিৎসা করতে হবে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. মো. আসিফুজ্জামান

বিভাগীয় প্রধান, চর্মরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা

প্রশ্ন পাঠানোর ঠিকানা

স্বাস্থ্য জিজ্ঞাসা

ই-মেইল: adhuna@prothomalo.com

ফেসবুক পেজ: fb.com/Proadhuna

ডাকযোগে: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫