পাঠকের প্রশ্ন

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী যা বললেন

পাঠকের কাছ থেকে মনোজগৎ, ব্যক্তিজীবন ও সন্তান পালনের মতো সমস্যা নিয়ে ‘পাঠকের প্রশ্ন’ বিভাগে নানা রকমের প্রশ্ন এসেছে। এবার তেমনই প্রশ্নের উত্তর দিয়েছেন নাট্যজন সারা যাকের

প্রশ্ন: আমি একজন অভিনেত্রী। আমাকে অনেকে চিনবেন, তাই নাম–ঠিকানা বলতে চাইছি না। কাজের সূত্রে আমার সঙ্গে একটি ছেলের পরিচয়। সে আমার সহকর্মী, ছেলেটিও মিডিয়ায় পরিচিত এখন। তবে আমরা যখন স্ট্রাগল করছি, তখনই দুজনের পরিচয়, তারপর প্রেম। আমার পরিবারে মা-বাবা নেই। একটা সৎভাই আছে, তবে সম্পর্ক খুব একটা ভালো না। ঢাকায় আসার পর ছেলেটির প্রতি আমি নানাভাবে নির্ভরশীল ছিলাম। দুজনে মিলে তিন বছর একটা বাসা নিয়ে থেকেছি। এই সময়ে আমি দুবার অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। তার কথা শুনে বাচ্চা নষ্টও করেছি। আমাকে সে বিয়ে করার কোনো প্রতিজ্ঞা করেনি কোনো দিন। তবে আমি ভাবতাম সে আমাকে ফেলবে না। কিন্তু সে যখন দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করল, তার আচরণও পাল্টে গেল। কাজের সুবিধার অজুহাতে আলাদা একটা বাসায় থাকা শুরু করল।

করোনার পর থেকে সে আমার কাছ থেকে বেশি দূরে চলে গেছে। এখন ফোনও ঠিকমতো ধরে না। অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বলে শুনছি। বিষয়টি তাকে জিজ্ঞাসা করলে সরাসরি উত্তর দেয় না। আমার কী করা উচিত, বুঝতে পারছি না। যেহেতু সে আমাকে কোনো দিন ভালোবাসি বা বিয়ে করব, এ ধরনের কোনো কথা বলেনি, তাই তাকে খুব বেশি দোষ দিতে পারছি না। আবার তার দূরে থাকাও মানতে কষ্ট হচ্ছে। নিজের প্রতি একধরনের তিক্ততা এসে গেছে। কিছুতেই শান্তি পাচ্ছি না। আমার কী করার আছে?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর দিয়েছেন নাট্যজন সারা যাকের

উত্তর: ছেলেটার আচার-আচরণ মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ধরা দেবে না। দুই–দুইবার অন্তঃসত্ত্বা হওয়ার পরও বাচ্চা নষ্ট করতে হয়েছে। আমাদের দেশের আইনের আওতায় এই ছেলেকে জেলের ভাত খাওয়াতে পারতে তুমি। তবে এখন তোমার সে সময় পার হয়ে গেছে। এখন ছেলেটাকে ভুলে যেতে হবে তোমার। আমি তো আর কোনো বিকল্প দেখছি না। ভালো থাকার চেষ্টা করো। নিজেকে ভালোবাসতে শেখো।

পাঠকের প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর

পাঠকের প্রশ্ন পাঠানো যাবে ই–মেইলে, ডাকে এবং প্র অধুনার ফেসবুক পেজের ইনবক্সে।

ই–মেইল ঠিকানা: adhuna@prothomalo.com

(সাবজেক্ট হিসেবে লিখুন ‘পাঠকের প্রশ্ন’)

ডাক ঠিকানা: প্র অধুনা, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। (খামের ওপর লিখুন ‘পাঠকের প্রশ্ন’) ফেসবুক পেজ: fb.com/Adhuna.PA