আমার বয়স ২৭ বছর। কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে গেলে মাথায় যন্ত্রণা শুরু হয়। এটা কি সমস্যা? —শিউলি খাতুন
পরামর্শ: আপনার টেনশন হেডেক বা উদ্বিগ্নতাজনিত মাথাব্যথা হচ্ছে। দুশ্চিন্তা কমাতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেবা নিতে পারেন। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শে ওষুধ খেতে হতে পারে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বা কাছের মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগ বিভাগে যোগাযোগ করতে পারেন।
পরামর্শ দিয়েছেন—ডা. হেলাল উদ্দিন আহমেদ
সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা
আমার মায়ের বয়স ৬০ বছর। ৩-৪ মাস ধরে তাঁর ত্বকে চুলকানির সমস্যা দেখা দিয়েছে। বগলের নিচে ও পেটের ওপরের অংশে দানা দানা হয়ে গেছে। চুলকানির জায়গাগুলোতে কালশিটে পড়ে গেছে। তবে চাকা চাকা ধরনের কিছু দেখা যাচ্ছে না। সম্প্রতি ভেষজ ওষুধ সেবন করছেন, কিন্তু উপকার পাচ্ছেন না।—জেরিন তাসনিম
পরামর্শ: সাধারণত বগলের নিচে, মেয়েদের স্তনের নিচে বা দুই ঊরুসন্ধিতে ফাঙ্গাস বা ছত্রাক-জাতীয় সংক্রমণ বেশি হয়ে থাকে। এ ছাড়া এ জায়গাগুলোতে অন্যান্য সংক্রমণও হতে পারে। আবার অনেক সময় বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে ত্বকে সমস্যা হতে পারে। শীতকালীন আবহাওয়াও বয়স্কদের চর্মরোগের জন্য দায়ী। তাই ঠিক কী কারণে আপনার মায়ের ত্বকে এই সমস্যা হয়েছে, তা যথাযথভাবে নির্ণয় করা জরুরি। আগেই আর কোনো ওষুধ না খাওয়ানোই ভালো। দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। পাশাপাশি রোগীর পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। নিয়মিত বিছানার চাদর, বালিশের কভার ও অন্যান্য কাপড় গরম পানিতে ফুটিয়ে পরজীবীমুক্ত করবেন।
পরামর্শ দিয়েছেন—ডা. কামরুল হাসান চৌধুরী
এমবিবিএস, চর্ম, যৌন, অ্যালার্জি, লেজার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন, কনসালট্যান্ট, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল
আমার বয়স ২৮ বছর। মাঝেমধ্যে ঘুমের ভেতর জিবে কামড় লাগে। অনেকক্ষণ পরে টের পাই এবং জিব ব্যথা করে। এ ক্ষেত্রে কী করতে পারি?—আসাদ রহমান
পরামর্শ: জিবে কামড়ের অন্যতম কারণ, মাক্রোগ্লোসিয়া বা বড় জিব, দাঁতের অসমতা, ভাঙা বা ধারালো দাঁত, অনিয়ন্ত্রিত দাঁতে দাঁত ঘষা অথবা স্নায়ুর সমস্যা।
ডেন্টাল চিকিৎসকের পরামর্শে কারণ নিশ্চিত করে চিকিৎসা নিলে সমাধান পাওয়া যায়। মুখের যেকোনো স্থানের ক্ষত দুই সপ্তাহের বেশি থাকলে অবহেলার কোনো সুযোগ নেই।
পরামর্শ দিয়েছেন—ডা. মো. আসাফুজ্জোহা, দন্ত চিকিৎসক, ঢাকা