ভালো থাকুন

জীবনযাত্রায় পরিবর্তন এনে ডায়াবেটিস ঠেকান

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ডায়াবেটিসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে। কারণ, বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা, এ–সংক্রান্ত স্বল্প ও দীর্ঘমেয়াদি জটিলতা এবং মৃত্যু বেড়ে যাচ্ছে। শুধু উন্নত কিছু দেশ বৃদ্ধির হারে লাগাম টানতে পেরেছে।

আফ্রিকার দেশগুলোর পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী বাড়ছে। বাংলাদেশের চিত্র মোটেই সুখকর নয়। আইডিএফের ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানের পর বাংলাদেশে এ রোগী বাড়ার প্রবণতা সবচেয়ে বেশি।

বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের ৯৭ শতাংশের বেশি টাইপ–২ ডায়াবেটিসে আক্রান্ত। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য এবং পদক্ষেপ নিলে বিলম্বিত করা যায়। রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহজ কিছু উপায় রয়েছে। আসুন জেনে নিই, কীভাবে স্বাস্থ্যকর জীবনাচারের মাধ্যমে ডায়াবেটিস ঠেকানো যায়—

  • প্রতি বেলার খাবার খান সময়মতো। বড় আয়তনের না খেয়ে ছোট আয়তনের খাবার খান; যাকে বলে পোরশন সাইজ। যেমন: ভাত না খেয়ে রুটি খান। কিন্তু ভারী পাঁচ-ছয়টা রুটি খেলে হবে না।

  • আঁশযুক্ত গোটা শস্য খাওয়ার প্রবণতা বাড়ান। লাল আটার রুটি বা ঢেঁকিছাঁটা চালের ভাত খেলে ভালো। আলু খেতে হলে অবশ্যই তা ভাত বা রুটির পরিবর্তে খাবেন। অতিরিক্ত লবণ ও চর্বিজাতীয় খাবার এবং ফাস্ট ফুড ও কোল্ড ড্রিংকস পরিহার করুন। ধূমপান বর্জন করুন।

  • নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে। একটানা অধিক সময় বসে কাজ করবেন না।

  • রক্তের গ্লুকোজ, লিপিড, রক্তচাপ ও দৈহিক ওজন অবশ্যই লক্ষ্যমাত্রায় রাখতে হবে। ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের (এন্ডোক্রাইনোলজিস্ট) চিকিৎসা নিন।

ডা. শাহজাদা সেলিম,সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়