যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ, ক্লাস হবে অনলাইনে

মডেল: মার্শিয়া
ছবি: সুমন ইউসুফ

যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির মাস্টার্স ইন অনলাইন টিচিং প্রোগ্রামে কমনওয়েলথভুক্ত দেশের সদস্য হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। শিক্ষাজীবনে সিজিপিএ–৩.৩০ থাকলেই আবেদন করা যাবে। যাঁরা অনলাইননির্ভর শিক্ষা সংশ্লিষ্ট কাজে ভবিষ্যতে যুক্ত হতে চান, তাঁদের জন্য এই পড়ালেখা বেশ কাজে আসবে। পাশাপাশি পেশাজীবনেও এই ডিগ্রি আপনাকে এগিয়ে রাখতে পারে।

সুযোগ-সুবিধা: এই মাস্টার্স কোর্সটির পুরোটাই অনলাইননির্ভর। খণ্ডকালীন মাস্টার্স ডিগ্রির জন্য তিন বছর মেয়াদে বৃত্তি প্রদান করা হবে।

যেসব কোর্স পড়ানো হবে: অনলাইন কোর্সটিতে থাকবে ১২০ ক্রেডিট। অধিকাংশ কোর্স প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিষয়ে।

যেভাবে আবেদন করবেন: ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ মার্চ ২০২৩। কেন এই কোর্স ভবিষ্যতে কাজে আসবে, আবেদনের সময় এই প্রসঙ্গে একটি নিবন্ধ লিখতে হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে