এই নারীদের বেশির ভাগই সংগীত তারকা। বাকিরা, অর্থাৎ কার্ডাশিয়ান আর জেনার বোনেরা মডেল। আর সবাই আবেদনময়ী। তাঁরা যা কিছু বিক্রি করেন এর ভেতর প্রথম দিকেই থাকবে শারীরিক সৌন্দর্য। ফ্যাশন আর বিউটির ক্ষেত্রে তাঁরা সবাই আইডল। প্রতিনিয়ত লেখেন, মোছেন, বদলান সৌন্দর্যের ধারণা। তাঁরা সবাই একাধিক পরিচয়ে পরিচিত। কমবেশি সবারই আছে বিউটি ব্র্যান্ড বা অন্য কোনো ব্যবসা। এই নারীরা যতবার প্রেমে পড়েন, বিচ্ছেদ হয়, সন্তান নেন, বিয়ে করেন, তত বেশি আলোচনায় থাকেন, জনপ্রিয়তা বাড়ে, ইনস্টাগ্রামে অনুসারী বাড়ে আর এসবের সঙ্গে বাড়তে থাকে সম্পদের পরিমাণ। দেখে নেওয়া যাক, ইনস্টাগ্রামে কোন ১০ নারীকে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়।