ইনস্টাগ্রামে এই ১০ নারীকে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়, কেন?

এই নারীদের বেশির ভাগই সংগীত তারকা। বাকিরা, অর্থাৎ কার্ডাশিয়ান আর জেনার বোনেরা মডেল। আর সবাই আবেদনময়ী। তাঁরা যা কিছু বিক্রি করেন এর ভেতর প্রথম দিকেই থাকবে শারীরিক সৌন্দর্য। ফ্যাশন আর বিউটির ক্ষেত্রে তাঁরা সবাই আইডল। প্রতিনিয়ত লেখেন, মোছেন, বদলান সৌন্দর্যের ধারণা। তাঁরা সবাই একাধিক পরিচয়ে পরিচিত। কমবেশি সবারই আছে বিউটি ব্র্যান্ড বা অন্য কোনো ব্যবসা। এই নারীরা যতবার প্রেমে পড়েন, বিচ্ছেদ হয়, সন্তান নেন, বিয়ে করেন, তত বেশি আলোচনায় থাকেন, জনপ্রিয়তা বাড়ে, ইনস্টাগ্রামে অনুসারী বাড়ে আর এসবের সঙ্গে বাড়তে থাকে সম্পদের পরিমাণ। দেখে নেওয়া যাক, ইনস্টাগ্রামে কোন ১০ নারীকে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়।

১০. নিকি মিনাজ: ত্রিনিদাদিয়ান এই র‍্যাপার, গীতিকার, সংগীত তারকা নিজের সেন্স অব হিউমারের জন্যও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছাড়িয়ে গেছে ২২ কোটি ৫০ লাখ।
৯. জেনিফার লোপেজ: ৫৪ বছর বয়সী মার্কিন সংগীত তারকা, ল্যাটিন পপ আইকন, অভিনেত্রীকে ইনস্টাগ্রামের ২৫ কোটি ২০ লাখ অ্যাকাউন্ট অনুসরণ করে। তাঁর শরীরে বইছে পুয়ের্তেরিকান ও স্প্যানিশ রক্ত।
৮. টেলর সুইফট: ৩৩ বছর বয়সী মার্কিন সংগীত তারকা টেলর সুইফটকে ইন্টারনেট সেনসেশন বললে বাড়াবাড়ি হবে না। মোটিভেশনাল স্পিচের জন্যও নামডাক আছে। ২৭ কোটি ৩৪ লাখ অনুসারী নিয়ে তিনি আছেন তালিকার ৮ নম্বরে।
৭. কেন্ডাল জেনার: জেনার বোনদের ভেতরে বড় বোন কেন্ডাল জেনারের ইনস্টাগ্রাম অনুসারী কিছুদিনের মধ্যেই ছুঁয়ে ফেলবে ৩০ কোটির মাইলফলক।
৬. কোল কার্ডাশিয়ান: কার্ডাশিয়ান আর জেনার বোনেরা কেন এত বিখ্যাত? এই প্রশ্নের সবচেয়ে জনপ্রিয় আর গ্রহণযোগ্য উত্তর হলো ‘দে আর ফেমাস ফর বিয়িং ফেমাস’। তাঁরা বিখ্যাত হওয়ার কারণেই বিখ্যাত। তাঁরা সবাই মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব ও মডেল। বিশ্বে সৌর্ন্দর্যের ধারণা তৈরি আর সময়ের সঙ্গে বদলে দেওয়াতে এই বোনদের অবদান আছে। বিশ্বে বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে পরিচিত নারীদের মধ্যে প্লাস্টিক সার্জারি, কসমেটিক সার্জারি, বোটক্স, লিপ ফিলার, হিপ ইমপ্ল্যান্ট জনপ্রিয় করার পেছনে কার্ডাশিয়ান আর জেনার বোনদের অবদান আছে। যা–ই হোক, কোলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডের অনুসারী ৩১ কোটি ৩০ লাখ।
৫. বিয়ন্সে: ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারীসমৃদ্ধ কৃষ্ণাঙ্গ নারী বিয়ন্সে। নারীবাদী আর সেক্স সিম্বল হিসেবে তাঁর আলাদা নামডাক আছে। বলা হয়, ৪২ বছর বয়সী এই নারী সংগীত তারকার স্টেজ পারফর্ম্যান্স দেখা একটা ‘লাইফটাইম’ অভিজ্ঞতা। এই ‘কুইন বি’র ৩১ কোটি ৭০ লাখ অনুসারী।
৪. কিম কার্ডাশিয়ান: দীর্ঘ সময় ধরে কিমই ছিলেন ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসারীসমৃদ্ধ নারী। বিশ্বের সবচেয়ে ধনী নারীদেরও একজন তিনি। তাঁর ফলোয়ারসংখ্যা ছাড়িয়েছে ৩৬ কোটি ৪০ লাখ।
৩. আরিয়ানা গ্রান্ডে: ইতালীয় বংশোদ্ভূত ৩০ বছর বয়সী মার্কিন সংগীত তারকা আরিয়ানা গ্রান্ডে বিশ্বব্যাপী ৯ কোটি রেকর্ড বিক্রি করে রেকর্ড গড়েছেন। ২টি গ্র্যামি, ৩০ বারের বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পাশাপাশি ইনস্টাগ্রামে ৩৮ কোটি অনুসারী আছে এই পপ আইকনের।
২. কাইলি জেনার: ২৬ বছর বয়সী কাইলি এই তালিকার সবচেয়ে কম বয়সী নারী। ৪০ কোটি অনুসারী নিয়ে তাঁর অবস্থান দ্বিতীয়।
১. সেলেনা গোমেজ: তালিকার একেবারে প্রথম অবস্থানে থাকা সেলেনা ইনস্টাগ্রাম নিয়ে মোটেই ‘সিরিয়াস’ নন। কিছুদিন নিয়মিত থাকেন। আবার হঠাৎ বিষণ্নতায় ডুবে বিদায় নেন ইনস্টাগ্রাম থেকে। হৃদয় নিংড়ে দুঃখকে নতুন সংগীত বানিয়ে আবার ফেরেন। সংগীত তারকা, অভিনেত্রী, প্রযোজক ও ব্যবসায়ী সেলেনার জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো ভক্তদের কাছে নিজের মনের কথা অকপটে জানান তিনি। ৪৩ কোটি অনুসারী নিয়ে সেলেনা আছেন তালিকার শীর্ষে!