পৌরাণিক কাহিনি ও আখ্যানগুলোতে পাওয়া প্রেম ও যৌনতার সম্পর্ক এবং মানব আচরণ–সম্পর্কিত বিষয়গুলো নিয়ে গবেষণা করেন সীমা আনন্দ। বিষয়টি নিয়ে কাজ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান ৬২ বছর বয়সী এই ইউটিউবার, লেখক ও বক্তা। যৌনতাবিষয়ক আলাপে পুরাণের সঙ্গে বিজ্ঞানের সংমিশ্রণ ঘটান তিনি। যৌনতা বিষয়ে তাঁর খোলামেলা, বিজ্ঞাননির্ভর আলোচনা বিশেষ করে বিশেষ করে ভারতে ব্যাপক জনপ্রিয়।