আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করা কে এই বাংলাদেশি মডেল?

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে চলেছে হরর জনরার চলচ্চিত্র ‘মিয়া’। প্রযোজকেরা আশা করছেন, সিনেমাটি তাঁরা নেটফ্লিক্সে মুক্তি দেবেন। এই সিনেমায় মূলত তিনটি চরিত্র। শিশুকন্যা মিয়া, মিয়ার বাবা ও মা। বড় পর্দায় মিয়ার বাবা ‘মহেশ’–এর চরিত্রে দেখা দেবেন যশ মীর্জা। সিনেমায় যশকে একই চরিত্রের তিন ভিন্ন পর্যায়ে অভিনয় করতে দেখা যাবে। প্রথমে প্রেমিক চিত্রশিল্পী, পরে জীবনসঙ্গী ও বাবা। আর সবশেষে একজন সাইকোপ্যাথের ভূমিকায়। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা জয়। ভারত, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র—তিন দেশের প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

যশের জন্ম ও বেড়ে ওঠা মধ্যপ্রাচ্যে। তিন ভাইয়ের ভেতর সবার ছোট। যশ যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন তাঁরা সপরিবারে বাংলাদেশে ফিরে আসেন। ঢাকা সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি বিভাগে স্নাতক শেষ করেন। এরপর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে ফার্মাকোলজিতে স্নাতকোত্তর করেন
যশের বাবা ছিলেন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। এদিকে যশের ইচ্ছা ছিল, পাইলট হবেন
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করা শুরু করেন। ২০২২ সালে ‘মিস্টার ন্যাশনাল ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে যান থাইল্যান্ডের ব্যাংককে
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে থাইল্যান্ডে কয়েকটি কাজের সুযোগ পান যশ। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই থেকে ব্যাংকক–কেন্দ্রিক মডেলিং চলছে। পরেও কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা দশে স্থান করে নেন
ফটোশুটের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও ভারতের মুম্বাইয়ের কয়েকটি টিভিসিতেও অভিনয় করেন যশ মীর্জা। এ ছাড়া দেখা দিয়েছেন মিউজিক ভিডিওতেও
বছরের শুরুতে থাই প্রযোজক যশকে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানে দেখা করার জন্য যোগাযোগ করেন। কেউ হয়তো মজা নিচ্ছে ভেবে শুরুতে যশ পাত্তা দেননি। পরে এক দিন কোনো কাজ না থাকায় ওই প্রযোজকের সঙ্গে দেখা করেন। প্রযোজক তাঁকে সিনেমার বিষয়ে বিস্তারিত বুঝিয়ে বলেন। মিয়া সিনেমার দৃশ্যে যশ
এরপর স্ক্রিনটেস্টের জন্য আরেক দিন যান। কাস্টিং ডিরেক্টরের সামনে ‘ডেমো’ দেন। পরিচালকের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেছিলেন, যশের চেহারার সঙ্গে নাকি বলিউড তারকা শহীদ কাপুরের বেশ মিল আছে। অবশ্য মডেলিংয়ের শুরু থেকেই এমন কথা যশ শুনে আসছেন!
এরপর শুরু হয় কর্মশালা। কর্মশালা ও অনুশীলন শেষে শুরু হয় শুটিং। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হয়েছে সিনেমার শুটিং। এখন পোস্টপ্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই এই সিনেমার টিজারে দেখা যাবে এই বাংলাদেশি অভিনেতাকে।
যশ বলেন, ‘সিনেমার শুটিংয়ের জন্য আমাকে সময় দিয়ে চুল লম্বা করতে হয়েছে। এই সময় আমি অন্য কোনো কাজ করতে পারিনি। দুবাইয়ে অনেক বড় একটা প্রজেক্টের অফার তখন ছেড়ে দিতে হয়েছিল। সেখান থেকে আমি বড় কভারেজের সঙ্গে বড় অঙ্কের রেম্যুনারেশন পেতে পারতাম। তবে সিনেমাটি আমার ক্যারিয়ারের নতুন সংযোজন। আমি খুবই এক্সাইটেড। এটা একটা লাইফটাইম অভিজ্ঞতা।’
সিনেমায় যশের প্রেমিকা ও স্ত্রী গায়ত্রী চরিত্রে দেখা যাবে ব্রুনা লিসবোয়াকে
যশ এই মুহূর্তে থাইল্যান্ডে বেশ কয়েকটি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন। ব্যাংকক থেকে তিনি ঢাকা, মুম্বাই আর দুবাইয়েও মডেলিং করেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন। বিভিন্ন সময়ে রালফ লরেন (ঘড়ি), কেলভিন ক্লাইন, জিকিউ ম্যাগাজিন, ডিজল, রে ব্যান, পেপসি, হিরো (বাইক), টু ইরোস (সুইম ওয়্যার ব্র্যান্ড), ভিসা কার্ড ইন্টারন্যাশনাল, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড গ্লোবাল (মধ্যপ্রাচ্য) ইত্যাদি আন্তর্জাতিক ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন
‘দ্য নেক্সট বিগ সিল্ক ডিজাইনার ২০২৪’ এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন যশ।
বাংলাদেশে প্রথম সারির প্রায় সমস্ত ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন যশ। জুরহেম, ক্লাবহাউস, টুয়েলভ, র নেশন, ইয়েলো, রাইজ, ও কোড, ফ্রিল্যান্ড, লা রিভ, দেশি দশের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন সময়ে।
প্রথম আলোর ‘নকশা’র মডেল হিসেবেও যশকে দেখা দিয়েছেন বেশ কয়েকবার