‘আকাশে আলো ছড়াচ্ছে অসংখ্য হীরা। আর আমি তাদের সবার ভেতর আরও উজ্জ্বলভাবে আলো ছড়াতে চাই।’
এভাবেই ইনস্টাগ্রামে মেরিল-প্রথম আলোর লালগালিচার নিজের লুকের ছবি প্রকাশ করে লিখেছেন মন্দিরা। এবারই প্রথম মেরিলের লালগালিচায় হাঁটলেন ‘কাজলরেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী। তাঁর রেড কার্পেট লুক দেখে বলাই যায়, অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
লোককাহিনিনির্ভর সিনেমা ‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। মেরিল-প্রথম আলোর লালগালিচায় নিজের পোশাকটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডিজাইনারকে উদ্দেশ করে ইনস্টাগ্রাম পোস্টে মন্দিরা লেখেন, ‘আমি পোশাকটা দেখে আশ্চর্য হয়ে গেছি। আমি যেমনটা কল্পনা করেছি, ঠিক তেমনটাই! এটা (ডিজাইনার) সামিনা সারার কাজ। আমি যেমনটা চাই, আপনি তেমনই বানিয়ে দেন। আর এ কারণেই আমি আপনাকে খুব পছন্দ করি। ভরসা করি। অনেক অনেক ধন্যবাদ।’মন্দিরা মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর লালগালিচায় দেখা দেন ঘিয়ে রঙা টপ আর শরীর জড়ানো (বডি হাগিং) মারমেইড কাটের একটি স্কার্টে। পোশাকটিতে গ্ল্যামার আর বৈচিত্র্য যোগ করেছে টপের ওপরের জমকালো শ্রাগটি। এমনভাবে ডায়মন্ড কাটের পাথর, পুঁতি বসিয়ে বানানো দেখে মনে হচ্ছে হিরের চারদিকে আলো ছড়াচ্ছেন তিনিজমকালো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে ছয় মাস। তৈরি হয়েছে দেশি লাক্সারি ফ্যাশন হাউস ‘মেহের বাই সামিনা সারা’ থেকেনিজের লুক নিয়ে মন্দিরা বললেন, ‘আমরা গ্ল্যামারাস জগতের মানুষ। প্রথমবার মেরিল-প্রথম আলোর লালগালিচায় স্টানিং কিছু করব—এমনটাই ইচ্ছা ছিল। তাই এই লুক তৈরির পেছনে অনেকটা সময় দিয়েছি।’মন্দিরার স্কার্টে চুমকি-পুঁতির পাশাপাশি ছিল পালককানে ছিল হীরার দুল। ছিল স্মোকি আই আর গ্লসি ঠোঁটমন্দিরার মেকআপ করেছেন তাঁর ব্যক্তিগত মেকআপ শিল্পী অভিরূপ স্বরূপ