যেমন গয়নায় হবে ঈদের সাজ

আবহাওয়াটা যখন একটু গরম, তাই আরাম আর স্বস্তির কথা মাথায় রেখেই ঈদ ফ্যাশনে গয়না যুক্ত করতে হবে। কাপড়, কড়ি, পুঁতির মালা দেখতে সুন্দর হলেও দিনের সাজে তা ব্যবহার করা বেশ ঝামেলার হবে। গরমে ঘামে বেশ অস্বস্তি হয়ে থাকে। আবার রাতের জমকালো সাজেও ওগুলো ঠিক মানাবে না, তাই ঈদের সাজে ধাতব গয়না, মুক্তা কিংবা রুপার বাহারি নকশার গয়না বেছে নিলেই মিলে যাবে আরাম, স্বস্তি আর আভিজাত্য।

এবারের ঈদ ফ্যাশনেও থাকবে ধাতব গয়নার জনপ্রিয়তা। মডেল: মিলা
পাথর ও রুপালি নকশা, দুই ধরনের গয়নাই থাকতে পারে রাতের সাজে। মডেল : দোয়েল
ভারী নকশার পোশাক হলে হালকা নকশার গয়না বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মডেল : মিলা
গয়নায় নানা রকম নকশা ঘিরে নানা রঙের পাথরের ব্যবহার হয়েছে। মডেল: দোয়েল