উৎসবে শাড়ি পরার দুই ধরন

বাঙালির যে কোনো উৎসবে পুরুষের যেমন পাঞ্জাবি, মেয়েদের তেমনি শাড়ি—না হলে যেন চলেই না। তাঁত থেকে সিল্ক, জামদানি থেকে মসলিন—শাড়িতে আমাদের কত না বৈচিত্র্য! শুধু বুননেই নয়, শাড়ি পরার ধরনেও এসেছে বৈচিত্র্য। কুঁচি আর ভাঁজের নানা কৌশলে শাড়ি পরার স্টাইলে আনা হচ্ছে ভিন্নতা। চলুন দেখে নিই তেমনই দুইটি স্টাইল।

মডেল: শিরিন শিলা, শাড়ি : যাত্রামেলা, টপ: দেশি গো, সাজ: পারসোনা, ছবি: কবির হোসেন

বলাকা সিল্কের শাড়িটির সঙ্গে ব্লাউজ হিসেবে পরা হয়েছে টপস। আঁচলের দৈর্ঘ্য একটু বেশি রেখে সামনের দিক নামানো হয়েছে। এবার আঁচলের ডান দিকের অংশ নিয়ে পেছন থেকে ঘুরিয়ে এনে গুঁজে দেওয়া হয়েছে কোমরে।

শাড়ির মাঝ বরাবর দুই ভাঁজ করে বক্স প্লিট করে পেছনে গুঁজে দেওয়া হয়েছে। সামনের আঁচলও নিচের দিকে একটু ছেড়ে নিয়ে বক্স প্লিট করে গুঁজে নিতে পারেন।