২ হাজার ৩০০ টাকার কানের দুল পরেই নজর কাড়লেন কেট মিডলটন

বাফটার লালগালিচায় ব্রিটিশ রাজপরিবারের কাউকে দেখা গেল তিন বছর পর। হলিউডের নামকরা তারকাদের ভিড়ে নজর কেড়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। তাঁর পোশাক নিয়েই এ আয়োজন...

১৯ ফেব্রুয়ারি লন্ডনের দ্য রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল ৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন হলিউডের বিখ্যাত সব তারকা
হলিউডের শত শত তারকার মধ্যে পুরো আয়োজনের আলো কেড়ে নিয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। স্বামী ও ব্রিটিশ রাজকুমার উইলিয়ামসের সঙ্গে বাফটা অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন তিনি
বাফটার আসরে ব্রিটিশ রাজপরিবারের আনাগোনা নতুন নয়। ২০১০ সাল থেকে বাফটার সভাপতির পদে আসীন প্রিন্স উইলিয়ামস। এ ছাড়া বাফটায় রাজপরিবারের সদস্যরা নিয়মিত মুখ
২০১১ সালে প্রিন্স উইলিয়ামসের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে চারবার বাফটার আসরে দেখা মিলেছে প্রিন্সেস অব ওয়েলসের
তবে এবারই প্রথম ‘প্রিন্সেস অব ওয়েলস’ হিসেবে হাজির হয়েছেন তিনি। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে রাজকুমারের পদ গ্রহণ করেছেন প্রিন্স উইলিয়ামস। আনুষ্ঠানিকভাবে কেট মিডলটন তাই এখন ‘প্রিন্সেস’
‘প্রিন্সেস’ মিডলটন বাফটার এবারের আসরটা স্মরণীয় করে রাখলেন একটু অন্যভাবে। নতুন কোনো পোশাক নয়; বরং পুরোনো পোশাকে বাফটার লালগালিচায় আগমন ঘটে তাঁর
ওয়ান শোল্ডার সাদা গ্রেসিয়ান ফ্লোর-লেংথ গাউনটি তৈরি হয়েছে ব্রিটিশ ফ্যাশন হাউস আলেকজান্ডার ম্যাকুইন থেকে
কেট মিডলটনকে প্রথমবারের মতো এ পোশাকে দেখা যায় ২০১৯ সালের বাফটায়। পুরোনো পোশাক পরতে বিন্দুমাত্র দ্বিধাবোধ ছিল না তাঁর
যদিও পোশাকের নকশায় সামান্য পরিবর্তন এনেছেন তিনি। কাঁধের ফুলেল নকশা সরিয়ে যোগ করেছেন নতুন একটি হাতা। প্রিন্স উইলিয়ামসের সঙ্গে মিল রেখে মখমলের তৈরি কালো গ্লাভসও ছিল তাঁর হাতে
অন্যদিকে উইলিয়ামসের পরনে ছিল মখমলের তৈরি টাক্সিডো ও বো টাই
সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজকুমারীর কানের দুল। ফ্যাশন ব্র্যান্ড ‘জারা’র তৈরি এই কানের দুলের দাম বাংলাদেশি টাকায় মাত্র ২ হাজার ৩০০ টাকা
তিন বছর পর বাফটার মঞ্চে রাজপরিবারের সদস্যের আগমন স্মরণীয়ই করে রাখলেন উইলিয়ামস ও মিডলটন