প্যারিসে ব্রুকলিন বেকহামদের শোতে অতিথি আজরা মাহমুদ

৩ মার্চ, প্যারিসের ঐতিহাসিক লিসে কার্নো স্কুল। সেখানে অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার থিরেরি মুগলারের ফ্যাশন ব্র্যান্ড মুগলার-এ ফল/ উইন্টার ২০২৪-২৫ সংগ্রহের প্রদর্শনী। সেই প্রদর্শনী দেখতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ। এই যাত্রায় আজরার সঙ্গী হয়েছিল তাঁর জীবনসঙ্গী দেওয়ান মুহাম্মাদ সাজিদ আফজাল।

বাংলাদেশের জনপ্রিয় কোরিগ্রাফার ও মডেল আজরা মাহমুদ এই শোতে অংশ নেন মুগলারের ভিআইপি অ্যান্ড মিডিয়া রিলেশনস লিড আইদা মেহনাজের অতিথি হিসেবে। হাউস অব আহমেদের শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। ব্লাউজটি ছিল চামড়ায় তৈরি, হাতায় জারদৌসি কাজ। এ ছাড়া পুরো শাড়ির জমিনে পুঁতির কাজ করা
ছবি: সংগৃহীত
আজরার সঙ্গে মিলিয়ে জীবনসঙ্গী সাজিদের পরনে ছিল জুরহেমের ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনিরের নকশা করা কালো সিল্ক ও মখমলের টাক্সিডো। যার পুরো অংশে ছিল পুঁতির কাজ
আজরা মাহমুদ জানান, মুগলারের ফ্যাশন শোটি ছিল ড্রামাটিক। মডেলরা মুগলারের সিগনেচার বোল্ড ও ফেমিনিন স্টাইলকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন
এই শোতে উপস্থিত ছিলেন অনেক তারকা মডেল ও ফ্যাশনিস্তা। তার মধ্যে মিয়া খলিফা, ব্রুকলিন বেকহাম, নিকোলা পেল্টজ, জুলিয়া ফক্স, কোরিয়ান সুপারস্টার জুংহুয়া, বারবারা পেলভিনসহ রানওয়েতে হেঁটেছেন ৪১ জন মডেল। ছবিতে ব্রুকলিন ও নিকোলা
মূল ফ্যাশন শোর শুরুতে প্রথমে চারজন মডেল হেঁটে যান। এরপর প্রথম পর্দা উন্মোচিত হয়। পর্দার পেছন থেকে এ সময় আরও মডেল বেরিয়ে আসেন। আর তাঁরা একের পর এক পর্দা ফেলতে থাকেন। এভাবে লিসে কার্নো মূল হলকে প্রকাশ্যে আনেন তাঁরা
শোর একদম শেষে ৪১ জন মডেল একসঙ্গে রানওয়েতে ফিরে আসেন। কেবল এই সময়ে ব্যাকস্টেজ উন্মোচিত হয়। দেখা যায়, ফ্যাশন শোর নেপথ্যের মানুষদের, যাঁরা সব সময় পেছনেই থাকেন
২০০৪ সালে কোরিওগ্রাফি শুরু করেন আজরা। মুগলারের শো থেকে ফিরে তিনি বলেন, ‘আজ আমি কাজ ছেড়ে দিলে আমার খারাপ লাগবে না। কারণ আমি মনে করি, আমরা একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমাদের মডেলিং ইন্ডাস্ট্রিকে একটা মানে উন্নীত করতে পেরেছি। টেকনিক্যাল জায়গা থেকে আমরা সামান্য পিছিয়ে আছি।’