শহরে নেমেছে শীত, দেশি ফ্যাশনে শীতকে টেক্কা দিতে প্রস্তুত তরুণ-তরুণীরাও

‘শীত মানে তো চিড়িয়াখানা চড়ুইভাতি খাওয়া, শীত মানে তো পাহাড় কিংবা সমুদ্দুরে যাওয়া!
শীত মানে তো ঘাসের আগায় শিশির ঝরা দিন, শীত মানে তো ভালো থাকা মনটা রঙিন!’


রিয়াদ হায়দারের এই কবিতার লাইন থেকেই শীতকালের মন-মেজাজ সম্পর্কে ধারণা করা যায়। বেড়ানো, আড্ডা, দাওয়াত, পার্টি, বছরের শেষে দূরে কোথাও থেকে ঘুরে আসা, বিয়ে, স্কুল ছুটির দিন—সব এসে জড়ো হয় এই শীতে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, শুক্রবার থেকে জেঁকে বসতে পারে শীত। এদিকে আজ বৃহস্পতিবার ভোরে শহরবাসীর ঘুম ভেঙেছে তীব্র শীতে। চলুন, এ বছর দেশি ফ্যাশন হাউসগুলোর শীতের সংগ্রহগুলো দেখে নেওয়া যাক।

শীতের কেনাকাটার জন্য ঢাকা শহরে তরুণীদের ‘সাধ আর সাধ্য’-এর মধ্যে সমন্বয় ঘটিয়ে দেওয়া সবচেয়ে প্রিয় জায়গাগুলোর ভেতরে রয়েছে নূরজাহান মার্কেট আর হোপ মার্কেট। এ ছাড়া আছে নিউমার্কেট, চাঁদনী চক, গাউছিয়া, মৌচাক আর খিলগাঁও বাজার
খিলগাঁওয়ের চওড়া রাস্তাটার দুই ধারেও সারা বছর বসে ক্রেতা আর বিক্রেতাদের মেলা। শীতের সন্ধ্যায় জমজমাট হয় কেনাকাটা আর খাওয়াদাওয়াকেন্দ্রিক সেই মেলা
জিনস, ফরমাল, সেমিফরমাল, গ্যাবার্ডিন প্যান্ট ও জ্যাকেটের বিপুল সংগ্রহ রয়েছে দেশি ফ্যাশন হাউসগুলোয়
‘শীতকাল কবে আসবে’—সুপর্ণার কাছে জানতে চেয়েছিলেন কবি। তবে উত্তর চলে এসেছে। শীতকাল নিজেই আজ থেকে হাজিরা দিচ্ছে ঢাকা শহরে
শীত মানে উৎসবের মৌসুম। বিয়ের আয়োজন, বেড়ানো, পার্টি, গেট টুগেদার, দাওয়াত, শীত মানেই যেন ফ্যাশনেবল উপস্থিতির উপলক্ষ
শীতের ফ্যাশনের রং হিসেবে হলুদ ট্রেন্ডের একেবারে ওপরে
কয়েক বছর ধরেই শীতের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন ফ্যাশন পণ্য আনছে দেশি ফ্যাশনের ব্র্যান্ডগুলো
শীতের পোশাকগুলো সাধারণত পশ্চিমা ধাঁচের হয়। তবে সেখানেও কাপড়ের জ্যাকেট, হাতের সেলাইয়ের মতো বাঙালিয়ানাজুড়ে স্পষ্ট হয়েছে ফিউশন। আর আপনি যদি পুরোদস্তুর পশ্চিমা লুকও চান এই শীতে, দেশি ফ্যাশনই নিচ্ছে সেই দায়িত্ব!
শীতে আপনার বাজেটের ভেতরেই পাবেন ‘সিম্পলের ভেতর গর্জিয়াস’ লুকের সব ফ্যাশনেবল অনুষঙ্গ!
শহুরে ফ্যাশনিস্তারা হালকা ও ভারী শীতে যেমন খুশি তেমন সাজে যেন ঘর থেকে বের হতে পারেন, সে জন্যই আরবান, রেট্রো ও মিনিমাল স্টাইলের বাহারি পোশাকের আয়োজন
শীত মানেই ফ্যাশনেবল উপস্থিতির বাহানা। আর আপনি যদি পশ্চিমা লুকেই কাটিয়ে দিতে চান পুরো শীত, সেটাও সম্ভব দেশি ব্র্যান্ডের হাত ধরেই।
শিশুদের জন্যও এসেছে নতুন সংগ্রহ
আড়ং, যাত্রা, কিউরিয়াস, সেইলর, সারা, ব্লু চিজ, কে ক্র্যাফট, দেশাল, অরণ্য, ইয়েলো, লা রিভ, মাইক্লোসহ অনলাইনভিত্তিক নানা দেশীয় পোশাকের ব্র্যান্ড থেকেই তুলে নিন আপনার পছন্দের পোশাকটি