গলায় ৭ কোটি টাকার ঘড়ি পরে প্যারিস মাতালেন রিয়ানা

ফরাসি ফ্যাশন হাউস লুই ভিতোঁর পুরুষ বিভাগের ‘ক্রিয়েটিভ ডিরেক্টর’ ছিলেন ভার্জিল আবলো। ২০২১ সালের নভেম্বরে তাঁর আকস্মিক মৃত্যুর পর সংস্থার পদটি এত দিন ফাঁকাই ছিল। এ বছর সেই শূন্যস্থান পূরণ করেছেন মার্কিন ফ্যাশন ডিজাইনার ফেরেল উইলিয়ামস। তাঁর যোগদান অনুষ্ঠান স্মরণীয় করে রাখলেন হলিউডের তারকারা। নতুন পরিচালকের অধীনে কেমন হলো লুই ভিতোঁর সেই শো? ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক...

রিয়ানা

স্বামী এসাপ রকির হাত ধরে লুই ভিতোঁর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ানা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

স্বামী এসাপ রকির হাত ধরে লুই ভিতোঁর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিয়ানা। সন্তানসম্ভবা সংগীতশিল্পীর পরনে ছিল লুই ভিতোঁর চেকার স্টাইলের ডেনিম ক্রপ টপ, জাম্প স্যুট ও বানি হ্যাট। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এবার রিয়ানার পরনের পোশাক নয়, আলোচনার ঝড় তুলেছে ঘড়ি। কারণ, সেই ঘড়ি গায়িকার হাতে নয়, শোভা পেয়েছে তাঁর গলায়। অলংকার তৈরির বিখ্যাত প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো থেকে বিশেষ এই ঘড়ি তৈরি করিয়েছেন রিয়ানা। ঘড়িটি একই সঙ্গে নেকলেসের কাজ করবে। ৪৭ মিলিমিটার সাদা স্বর্ণের তৈরি ফ্লায়িং টার্বিলন ঘড়িতে ছিল ৩৬৮টি হিরার সমাহার। বেল্টে ব্যবহার করা হয়েছে কাস্টম অ্যালিগেটর এমবোসড কাফলিংক স্ট্র্যাপ। পুরো ঘড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৭ লাখ মার্কিন ডলার বা ৭ কোটি ৬০ হাজার টাকা। জ্যাকব অ্যান্ড কো গলায় পরা ঘড়িটির নাম দিয়েছে ‘চোকার’ (গলাবন্ধনী)।

এখানেই শেষ নয়, চোকারের সঙ্গে রিয়ানার গলায় আরও শোভা পাচ্ছিল আরেকটি হিরের নেকলেস। অন্যদিকে রিয়ানার সঙ্গে মিলিয়ে এসাপ রকি পরেছিলেন লুই ভিতোঁর লোগো-সংবলিত ডেনিম জ্যাকেট, ঢোলা জিনস ও বানি হ্যাট।

জেনডায়া

ফ্যাশন শো আর জেনডায়া, দুটি যেন একে অপরের পরিপূরক

ফ্যাশন শো আর জেনডায়া, দুটি যেন একে অপরের পরিপূরক। শেষ কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তাক লাগিয়েছেন মার্কিন এই অভিনেত্রী। কিন্তু এবারে যেন তাতে একটু ভাটা পড়ল। লুই ভিতোঁর শুভেচ্ছাদূত হয়েও এবারের ফ্যাশন শোতে জেনডায়া ছিলেন পাদপ্রদীপের বাইরে। প্যারিসে ডিস্ক কলারের শার্ট আর ম্যাচিং প্যান্টে হাজির হয়েছিলেন জেনডায়া। গলায় ছিল সবুজ নেকলেস আর হাতে কালো ব্যাগ। মিনিমাল স্টাইলে হাজির হওয়াতে সবার নজরের আড়ালেই ছিলেন তিনি।

কিম কার্ডাশিয়ান

লুই ভিতোঁর মঞ্চে মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্ডাশিয়ান

লুই ভিতোঁর মঞ্চে মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্ডাশিয়ানকে দেখা গিয়েছে ডিজিটালাইজড ক্যামো প্রিন্টের পোশাকে। আসছে গ্রীষ্মের পোশাকে মঞ্চ মাতিয়েছেন তিনি। সবুজ পিক্সেলেড ডিজাইনের ক্রপ টপ ও ম্যাচিং লেগিংসের সঙ্গে ছিল বিশাল ওভারসাইজ কোট।

নাওমি ক্যাম্পবেল

মডেল নাওমি ক্যাম্পবেল ও ফ্যাশন ডিজাইনার ফেরেল উইলিয়ামস

মডেল নাওমি ক্যাম্পবেল মঞ্চ মাতিয়েছেন ব্রাউন মিডি ড্রেস ও ওভারসাইজ ল্যাপেল জ্যাকেটে। এ ছাড়া ছিল লুই ভিতোঁর লোগো-সংবলিত বুট, সানগ্লাস ও ডাফল ব্যাগ।

বিয়ন্সে

মার্কিন র‍্যাপার বিয়ন্সে

প্যারিস মাতাতে মার্কিন র‍্যাপার বিয়ন্সে এসেছিলেন স্বামী জে-জির হাত ধরে। জে-জি গানে মঞ্চ মাতালেও ফ্যাশনেই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন বিয়ন্সে। হলুদ কো-অর্ড পোশাকের সঙ্গে ছিল ওভারসাইজ সানগ্লাস ও সোনার চেনে তৈরি লুই ভিতোঁর ব্যাগ। অন্যদিকে জে-জির পরনে ছিল বাদামি রঙের স্যুট।

লুইস হ্যামিলটন

লুইস হ্যামিলটন

শুধু বিনোদনজগতের তারকারা নন, ফেরেল উইলিয়ামসের অভিষেকে হাজির হয়েছিলেন খেলার জগতের মানুষেরাও। ফর্মুলা ওয়ান ড্রাইভার লুইস হ্যামিলটন প্যারিসে হাজির হয়েছিলেন লুই ভিতোঁর জ্যাকেট পরে।

জুড বেলিংহাম

দুই ভাই জুড ও জুব বেলিংহাম

সম্প্রতি পেশাদার ফুটবল ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ইংরেজ তারকা ফুটবলার জুড বেলিংহাম। কিছুটা অবসর পেয়ে ফ্যাশনে নজর দিয়েছেন জুড। অংশ নিলেন লুই ভিতোঁর শোতেও। পরনে ছিল কালো কোট আর গলায় ছিল সাদা নেকারচিফ।