বছরের অর্ধেকটা সময়জুড়ে চলল প্রি ওয়েডিংয়ের আলোচনা। এবার বাজতে শুরু করেছে বিয়ের বাদ্য। আর মাত্র তিন দিন পর (১২ জুলাই) অনুষ্ঠিত হতে চলছে ২০২৪ সালের সবচেয়ে আলোচিত, জমকালো বিয়ে। ইতিমধ্যে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে হলুদের অনুষ্ঠানের ছবি। একনজরে দেখে নেওয়া যাক, হলুদে কী পরলেন আম্বানি বাড়ির নারীরা।
কনে রাধিকা মার্চেন্টের এই পোশাক তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না। ওড়না তৈরি হয়েছে গাঁদা, বেলিসহ বিভিন্ন ধরনের ফুলেহীরা নয়, দামি পাথর বা রত্ন নয়, এদিন রাধিকা দেখা দিয়েছেন কেবল ফুলের গয়নায়শর্ষে হলুদ রঙের লেহেঙ্গায় সারলেন হলুদের আয়োজনমিনিমালিস্টিক সাজে রাধিকাকে লেগেছে অপরূপ। স্টাইলিং করেছেন বলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিশ রিয়া কাপুরমুকেশ–নীতার মেয়ে ইশা আম্বানিও দেখা দেন ইন্দো–ওয়েস্টার্ন লুকেগুজরাট ও রাজস্থানের ঐতিহ্যবাহী ঘাগড়া চোলিতে দেখা দেন তিনি। পোশাকটি নিয়েছেন ভারতীয় লাক্সারি ক্লোদিং ব্র্যান্ড তোরানি থেকেমিনিমালিস্টিক সাজ আর হাতে, কানে কুন্দনের জুয়েলারিতে লুক সম্পূর্ণ করেন ইশা আম্বানি বাড়ির বড় বউ শ্লোকা মেহতাও দেখা দেন ভারতীয় নারীদের উৎসবের ঐতিহ্যবাহী লুকেশ্লোকা হাতে, কানে, গলায় ও মাথায় পরেছেন স্টেটমেন্ট হীরার গয়না। চুলে জড়িয়েছেন ফুলের মালাআম্বানি বাড়ির ‘ছোট বউ’ রাধিকার মতো বড় বউ শ্লোকার এই পোশাকও তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্নানীতা আম্বানি দেখা দেন সোনালি ও রূপালি সিল্কের জমকালো একটি থ্রি–পিসে। প্যাস্টেল জলপাইরঙা ক্ল্যাসিক হায়দরাবাদি কুর্তাটির ওপরে সোনালি সুতায় ফুটে উঠেছে নকশা। ওড়নাটিই সবচেয়ে বেশি জমকালো। এর ওপরে রূপালি জরিতে ফুটে উঠেছে জারদৌসি এমব্রয়ডারি। পোশাকটি তৈরি করেছেন বলিউডের নামকরা ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাঅলঙ্কারের ভেতর নীতা আম্বনির হীরের কানের দুলটি খুবই পছন্দ করেছেন ভারতীয় ফ্যাশনিস্তা আর স্টাইলিশেরা