বছরের অর্ধেকটা সময়জুড়ে চলল প্রি ওয়েডিংয়ের আলোচনা। এবার বাজতে শুরু করেছে বিয়ের বাদ্য। আর মাত্র তিন দিন পর (১২ জুলাই) অনুষ্ঠিত হতে চলছে ২০২৪ সালের সবচেয়ে আলোচিত, জমকালো বিয়ে। ইতিমধ্যে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে হলুদের অনুষ্ঠানের ছবি। একনজরে দেখে নেওয়া যাক, হলুদে কী পরলেন আম্বানি বাড়ির নারীরা।