ছবিতে অনন্ত ও রাধিকার প্রাক্-বিবাহের দ্বিতীয় আয়োজন

শেষ হয়ে গেল ভারত, তথা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্‌-বিবাহের আয়োজন। ভারতের রাজস্থানের জামনগর থেকে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে ইতালির পালেরমোতে—২৯, ৩০ ও ৩১ মে। ১২ জুলাই মুম্বাইয়ে হবে বিয়ে। ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা সমুদ্রবিহারে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’, বাংলায় ‘জীবন একটা যাত্রা’। ইতালির পালেরমো থেকে ফ্রান্সের দক্ষিণে ৪ হাজার ৩৮০ কিলোমিটার যাত্রা করে। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে হয় আয়োজন। ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ থিমে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজনে যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে। তারপরও বেশ কিছু ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালের দুনিয়ায়। তেমসনই কয়েকটি ছবি দেখে নেওয়া যাক।

বলিউড থেকে এই আয়োজনে যোগ দেন আমির খান, শাহরুখ খান, সালমান খান, সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট ও তাঁদের কন্যা, রণবীর কাপুর, এম এস ধোনি, সাক্ষী ধোনি, ওরি, করণ জোহর, কারিশমা কাপুর, সানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, বনি কাপুর, দিশা পাটানি, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ ও তাঁদের দুই পুত্র, কারিনা কাপুর খান, সাইফ আলী খান ও তাঁদের দুই পুত্র, সিদ্ধার্থ মালোহোত্রা, কিয়ারা আদভানিসহ আরও অনেকে। ছবিতে ক্রুজে দিশা পাটানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সারা আলী খান ও ভাই ইব্রাহিম আলী খান ঘুরে বেড়িয়েছেন ইতালি
সারা আলী খান
প্রিন্টের ওভারসাইজড বা ঢিলেঢালা শার্ট গায়ে চাপিয়ে ইতালির রাস্তায় ঘুরে বেড়িয়েছেন সারা আলী খান
আলিয়া ভাট ও রাহা কাপুর
দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজন অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানির শিশুপুত্র কৃষ্ণা পিরামল
রণবীর কাপুর ও শাহরুখ খানের এই ছবির নিচে অনেকেই লিখেছেন, শাহরুখকে নাকি এখানে জনি ডেপের মতো দেখাচ্ছে
ইশা আম্বানি দেখা দেন সাদা বিচ লুকে
আম্বানি বাড়ির হবু বধূ রাধিকার পরনে ছিল গোলাপি ফ্রক। এদিকে অনন্ত আম্বানির পরনে নীল-সাদা প্রিন্টের শার্ট
সুহানা খান দেখা দিয়েছেন স্ট্যারি নাইট থিমের রঙিন ফুলেলের শরীর জড়ানো গাউনে
সুহানা খান ও শানায়া কাপুর
মুকেশ আম্বানির পরনে ছিল নীল শার্ট। বড় ছেলে আকাশ আম্বানির পরনে ছিল সাদা টি-শার্টের ওপরে বেবি পিঙ্করঙা স্যুট
ইশা আম্বানির বান্ধবী, বলিউড তারকা কিয়ারা আদভানি দেখা দেন ফরাসি লাক্সারি ব্র্যান্ড বালমেইনের সাদা-কালো নিট ড্রেস, শ্যানেলের ব্যাগ ও হারমেসের স্যান্ডেলে
ইশা আম্বানি, রাধিকা মার্চেন্ট ও শ্লোকা মেহতা
এক ফ্রেমে ইশা আম্বানি ও শ্লোকা মেহতা
ওপরে আকাশ আম্বানি, অনন্ত আম্বানি ও আনন্দ পিরামল। নিচে শ্লোকা মেহতা, রাধিকা মার্চেন্ট ও ইশা আম্বানি
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট