শেষ হয়ে গেল ভারত, তথা এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজন। ভারতের রাজস্থানের জামনগর থেকে এবারের আয়োজন অনুষ্ঠিত হয়েছে ইতালির পালেরমোতে—২৯, ৩০ ও ৩১ মে। ১২ জুলাই মুম্বাইয়ে হবে বিয়ে। ২৯ মে ইতালির একটি বিলাসবহুল ক্রুজ বা সমুদ্রবিহারে সারা বিশ্বের ধনকুবের, বলিউড তারকা ও আম্বানিদের আত্মীয়স্বজনকে নিয়ে শুরু হয় যাত্রা। ক্রুজটির নাম ‘লা ভিতা এ উন ভিয়াজ্জো’, বাংলায় ‘জীবন একটা যাত্রা’। ইতালির পালেরমো থেকে ফ্রান্সের দক্ষিণে ৪ হাজার ৩৮০ কিলোমিটার যাত্রা করে। সন্ধ্যায় ‘স্ট্যারি নাইট’ থিমে হয় আয়োজন। ৩০ মে অতিথিরা সবাই ঘোরাফেরা করেছেন ‘রোমান হলিডে’ থিমে। এরপর ছিল নৈশভোজ আর আফটার পার্টি। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের গান ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। দ্বিতীয় প্রাক্-বিবাহের আয়োজনে যথাসম্ভব গোপনীয়তা রাখা হয়েছে। তারপরও বেশ কিছু ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালের দুনিয়ায়। তেমসনই কয়েকটি ছবি দেখে নেওয়া যাক।