হাতব্যাগে এই ৮ জিনিস রেখে বিপদ ডেকে আনছেন না তো

প্রয়োজনীয় জিনিসগুলো হাতব্যাগ বা পার্সে নিয়ে বাইরে যাই আমরা। কোন জিনিসগুলো ব্যাগে রাখা প্রয়োজন, অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। কিন্তু কোন জিনিসগুলো হাতব্যাগ বা পার্সে রাখা উচিত নয়, তা আপনি বিপদ ঘটে যাওয়ার আগে টের না–ও পেতে পারেন। কেবল চুরি বা ছিনতাইয়ের ভয়ই নয়, স্বাস্থ্যগত কিছু বিপদও রয়েছে। এমন কিছু জিনিস সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো হাতব্যাগ বা পার্সে রাখতে নেই।

মডেল: অন্তরা
ছবি: কবির হোসেন

১. পাসওয়ার্ড

ডেবিট কার্ড, কম্পিউটার, ই–মেইল, ফেসবুক বা অন্য কোনো কিছুর পাসওয়ার্ড কাগজে বা কোথাও লিখে ব্যাগে রাখবেন না। ব্যাগটা যদি চুরি হয়ে যায়, আর তাতে পাসওয়ার্ড লেখা কাগজ বা ডায়েরিটি রয়ে যায়, তাহলে আপনার আর্থিক কিংবা প্রযুক্তিগত ক্ষতির ঝুঁকি তৈরি হবে।

২. ‘লক’ ছাড়া মুঠোফোন

যে মুঠোফোনটি আপনি ‘লক’ করেননি, অর্থাৎ, শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে বিশেষভাবে নিরাপদ রাখার ব্যবস্থা করেননি, তা আপনার ব্যাগে রাখবেন না। ব্যাগ হারালে মুঠোফোনটি তো যাবেই, সেই সঙ্গে বেহাত হয়ে যাবে সেখানে সংরক্ষিত ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য, ছবি বা ভিডিও।

৩. ছবি

ঠিক একই কারণে পার্সে ছবি রাখতে নেই। কেউ কেউ নিজের বা প্রিয়জনের ছবি পার্সে রাখেন। কিন্তু মনে রাখতে হবে, পার্সটি হারিয়ে গেলে যে কারও হাতে পড়তে পারে সেই ছবি। প্রযুক্তির সাহায্য নিয়ে ছবিটি কাজে লাগিয়ে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারেন একজন অপরাধী।

৪. জরুরি কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট প্রভৃতি জরুরি কাগজপত্র কেবল তখনই ব্যাগে রাখবেন, যখন সেগুলো আপনার কোনো কাজে লাগবে। এগুলো বেহাত হলে মুশকিলে পড়বেন। হুটহাট প্রয়োজন হতে পারে ভেবে এগুলো বহন করার কিন্তু আসলে কোনো মানেই নেই আজকের দুনিয়ায়। স্ক্যান করে গুগল ড্রাইভে বা মুঠোফোনের কোনো ফোল্ডারে রেখে দিলেই পেয়ে যাবেন প্রয়োজনের সময়।

৫. চেকবই, মানি রিসিপ্ট

ব্যাগে রাখা চেকবই হারিয়ে গেলে আপনার সই নকল করে টাকা তোলার চেষ্টা করতে পারেন কেউ। আবার আপনি কোথায় প্রায়ই যান, কোথা থেকে কেনাকাটা করেন, এসব তথ্য পাওয়া যেতে পারে আপনার মানি রিসিপ্ট থেকে। তাই এসবের কোনোটিই ব্যাগে রাখতে নেই।

৬. গিফট কার্ড

গিফট কার্ড দিয়ে কেনাকাটার সুযোগ থাকলে হয় তা ব্যবহার করে ফেলুন, কিংবা রেখে দিন নিরাপদ স্থানে। গিফট কার্ড ব্যাগে নিয়ে ঘুরবেন না। হারিয়ে গেলে আপনার গিফট কার্ড অন্য কেউ ব্যবহার করে ফেলতে পারে অনায়াসেই।

৭. ল্যাপটপ

ল্যাপটপে পাসওয়ার্ড দেওয়া থাকলেও তা হাতব্যাগে রাখতে নেই। কারণ, এর ওজন। হাতব্যাগে ল্যাপটপ রাখলে আপনার এক কাঁধে চাপ পড়বে। এই চাপের কারণেই হতে পারে ব্যথা। তাই ল্যাপটপ বহন করতে হলে ব্যাকপ্যাক ব্যবহার করুন। তাহলে দুই কাঁধে সমানভাবে চাপ পড়বে। ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে।

৮. বড় আকারের প্রসাধনসামগ্রী

বড় আকারের প্রসাধনসামগ্রীর ওজন বেশি হয় স্বাভাবিকভাবেই। এগুলো হাতব্যাগে রাখলেও তাই কাঁধে ব্যথা হতে পারে। ছোট আকারের প্রসাধনসামগ্রী রাখুন ব্যাগে। তাহলে অকারণ ভারী বোঝা বইতে হবে না। ব্যথার ঝুঁকিও কমবে।


সূত্র: রিডার্স ডাইজেস্ট