রাশিয়াতে তৃতীয়বারের মতো আয়োজিত হলো মস্কো ফ্যাশন উইক। ৩ অক্টোবর রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ডিজাইন ও ডেভেলপমেন্টের আয়োজনে মস্কোর জারিয়াডাই পার্কে উদ্বোধন হয় ব্রিকস ফ্যাশন সামিটের। মস্কো ফ্যাশন উইক অনুষ্ঠিত হয় হল মানাসে। ৬ দিনে ৮০টির বেশি শোয়ে ভারত, রাশিয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, চীন, কোস্টারিকা, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার ডিজাইনাররা তাঁদের পোশাক প্রদর্শন করেছেন। এই আয়োজন শেষ হয় ৯ অক্টোবর।
বিভিন্ন দেশের ফ্যাশনবোদ্ধাদের মিলনমেলা হয়ে উঠেছিল এই আয়োজন।হেরিটেজ প্রদর্শনীতে অংশগ্রহণকারী ডিজাইনাররা প্রাচীন ঐতিহ্য ও কারুশিল্পের প্রকৃত ইতিহাস তুলে ধরেন।দ্বিতীয়বারের মতো এই আয়োজনে অংশ নেওয়া ভারতের ডিজাইনার নিতিন বাল চৌহানের পোশাকে রঙের উপস্থিতি, মানসম্পন্ন হ্যান্ড এমব্রয়ডারি ও লোকগাথার উপস্থাপন বেশ নজর কাড়ে।বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক ও ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের মধ্যে নিজের নকশা করা পোশাক তুলে ধরেন ডিজাইনাররা।মস্কো ফ্যাশন উইকে টেকসই ও আরামদায়ক ফ্যাশনকে প্রাধান্য দেওয়া হয়েছে।পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব বা ইকোলেদারের পোশাক পরে হেঁটে বেড়ান মডেলরা।নজর কেড়েছে বিদেশের ডিজাইনারদের বিভিন্ন নিরীক্ষাধর্মী নকশাও।রাশিয়ান ডিজাইনারদের নকশা করা পোশাকে ছিল অভিজাত রুশ সংস্কৃতির আবহ। হল মানাসের নিচে ছিল রাশিয়ান লোকজ ক্র্যাফটের মেলা। আয়োজনে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকেরাও নিজেদের পোশাকে তুলে ধরেন নিজস্ব সংস্কৃতির আবহ।