অভিজাত রাজকীয় সাজে বিয়ে সারলেন রিচা ও আলী

ইনস্টাগ্রামে একবার ‘বিভ্রান্ত’ মুডের একটি ছবি প্রকাশ করেছিলেন রিচা চাড্ডা। ক্যাপশনে লিখেছিলেন, ‘যখন কোনো সাংবাদিক বিয়ে নিয়ে প্রশ্ন করতে ভুলে যায়, তখন আমি বিভ্রান্ত হয়ে যাই। ভাবি, তার কী হয়েছে?’ হ্যাঁ, এমনই হয়েছিল এই জুটির অবস্থা। যখনই রিচা চাড্ডা অথবা আলী ফজলকে দেখতেন সাংবাদিকেরা, জিজ্ঞেস করতেন, ‘আপনারা কবে বিয়ে করছেন?’ অবশেষে অপেক্ষার সেই প্রহর ফুরোল।|

কনে আর বরের বেশে রিচা চাড্ডা ও আলী ফজল
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এক দশক প্রেমের পর অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন রিচা চাড্ডা ও আলী ফজল জুটি। বিয়েতে দুজনই পরেছিলেন আবু জানি সন্দ্বীপ খোসলার ডিজাইন করা পোশাক। আবু জানি ও সন্দ্বীপ খোসলা দুজনই নামকরা ডিজাইনার। তাঁদের পোশাকের লেবেল বলিউড তারকাদের কাছে দারুণ জনপ্রিয়।

বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন রিচা চাড্ডা ও আলী ফজল

রিচা চাড্ডা পরেছিলেন অফ–হোয়াইটের চিকনকারির কাজ করা কুর্তি। কুর্তিতে আরও ছিল ভারী এমব্রয়ডারি আর ইয়কের কাজ করা বর্ডার। সঙ্গে ছিল নেটের ওপর ভারী কাজ করা ওড়না। আর ছিল বউয়ের পোশাকের লম্বা ট্রেইল। সুনিতা শেখাওয়াতের ডিজাইন করা গয়নায় সম্পূর্ণ হয়েছে ঐতিহ্যবাহী ভারতীয় বউয়ের লুক।

রিচা চাড্ডা ও আলী ফজল

বিয়েতে ২২ ক্যারেট সোনা আর সবুজ পান্নার গয়না পরেছেন রিচা চাড্ডা। এর ওপরে ছিল মিনাকারির কাজ। ৫৬০ ঘণ্টা লেগেছে গয়নাগুলো বানাতে।

৫৬০ ঘণ্টা লেগেছে রিচার বিয়ের গয়নাগুলো বানাতে

কনের পোশাকের সঙ্গে মিলিয়ে বর আলী ফজলের পরনে ছিল তসর আর সিল্কের শেরওয়ানি। ভেতরে ছিল সোনালি জরির কারুকাজ। বিয়ের জন্য ভারতীয় অভিজাত রাজকীয় লুককেই বেছে নিয়েছেন এই নবদম্পতি।

আবু জানি ও সন্দ্বীপ খোসলার নকশা করা পোশাকে রিচা ও আলী

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, ফ্যাশন ম্যাগাজিন নব বিবাহিত এই জুটিকে জানাচ্ছে বিয়ের শুভেচ্ছা। বিয়ের ছবি প্রকাশ করে রিচা চাড্ডা লিখেছেন, ‘অবশেষে তোমাকে পেলাম।’ এর নিচে বলিউড তারকা স্বরা ভাস্কর, তিলোত্তমা সোম, জারিন খান, পার্বতী, সাবা আজাদসহ আরও অনেকে জানিয়েছেন শুভেচ্ছা।