পরিণীতির বিয়ের লেহেঙ্গাটি বানাতে লেগেছে আড়াই হাজার ঘণ্টা, ওড়নায় লিখেছেন রাঘবের নাম

কড়া নিরাপত্তার মধ্যে গতকাল ২৪ সেপ্টেম্বর বিয়ে করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। গতকাল রোববার থেকেই ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তরা রিফ্রেশ দিয়ে চলেছেন বিয়ের ছবির অপেক্ষায়। অবশেষে সেই অপেক্ষা ফুরোল। নিজেদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন রাঘব ও পরিণীতি। ভক্তরাও লাভ আর লাইক রিঅ্যাকশনে ভরিয়ে তুলছেন সেই পোস্ট। আরও কিছু ছবিতে দেখে নিন পরিণীতি–রাঘবের বিয়ে...

বোনের মতো পরিণীতিও ওড়নায় স্বামীর নাম লিখেছেন। ভারতে নিজের বিয়ের অনুষ্ঠানে নিকের নাম লেখা ওড়না পরেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরিণীতির পোশাকের ফ্যাশন রিভিউয়ে বলা হচ্ছে, পোশাকটা সাদামাটা। আর দশজন বলিউড তারকার চেয়ে কোনো দিক থেকেই আলাদা নয়। বিশেষত্ব বলতে কেবল লম্বা ওড়নাটাই
ছবি: পরিণীতির ফেসবুক পেজ থেকে নেওয়া
লেহেঙ্গার রং, নকশা, প্যাটার্ন নিয়ে একাধিকবার মনীশ মালহোত্রার বাড়িতে আর অফিসে মিটিংয়ে বসেছিলেন পরিণীতি চোপড়া। সেখানে পরিণীতি জানিয়েছিলেন, জ্যামিতিক নকশার প্রতি তাঁর দুর্বলতার কথা। তাই লেহেঙ্গায় নিঁখুত এমব্রয়ডারি নকশায় ফুটে উঠেছে জ্যামিতিক জটিল নকশা। আর এই লেহেঙ্গা বানাতে সময় লেগেছে আড়াই হাজার ঘণ্টা
বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার নকশাতেই ভরসা রেখেছেন এই জুটি। পরিণীতির হাতে গোলাপি রঙের চূড়া দেখে শুরুতে অনেকে ভেবেছিলেন, তিনি হয়তো গোলাপি রং পরেছেন বিয়েতে। তবে সেটা ভুল। মণিশের নকশায় সোনালি রঙের বউ সেজেছিলেন পরিণীতি। গয়না হিসেবে পরেছিলেন পান্নার ভারী মালা। সেটার সঙ্গে মিল রেখেই কানের দুল ও টিকলি বেছে নেন। ক্রিম কালারের শেরওয়ানির ওপর রাঘব পরেছিলেন সোনালি বর্ডার দেওয়া শাল
গত শনিবার থেকে চলেছে বিয়ের অনুষ্ঠান। মেহেদি, সংগীত ও গায়েহলুদের পর্ব পেরিয়ে গতকাল হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজনের কোনো ছবি যাতে ফাঁস না হয়, তাই ছিল নানা কড়াকড়ি। শোনা যায়, হোটেলের কর্মীদের সেদিন স্মার্টফোন নিয়ে কাজে আসা নিষেধ ছিল। অতিথিদের ফোনেও সেঁটে দেওয়া হয় ডিটেক্টরযুক্ত স্কচটেপ। যাতে ফোনের ক্যামেরা অন হলেই সংকেত আসে নিরাপত্তাকর্মীদের কাছে
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গোলাপি শাড়িতে দেখা দেন পরিণীতি। শাড়িজুড়ে বসানো হয়েছে ছোট ছোট ঝিকিমিকি পাথর। শাড়ির সঙ্গে টুইস্ট হিসেবে ছিল অরগ্যাঞ্জা কেপ, সেটি লম্বা হাতার মতো করে দুপাশে ঝুলছিল। কপালে সিঁদুর আর গলায় দামি পাথরের গয়না, মেকআপ বরাবরের মতোই মিনিমালিস্ট। এ সময় রাঘবের পরনে ছিল কালো ব্লেজার, কালো প্যান্ট, সাদা শার্ট আর বো টাই
সংগীত অনুষ্ঠানেও পরিণীতি চোপড়ার পরনে ছিল রুপালি জরি আর এমব্রয়ডারির কাজ করা লেহেঙ্গা। এ সময় রাঘবের পরনে ছিল কালো পাঞ্জাবি।
মেহেদীতে পরিণীতির পরনে ছিল নীল আর গাঢ় ছাইরঙা কুর্তী সেট
বিয়েতে টেনিস তারকা সানিয়া মির্জার পরনে ছিল প্রিন্টের ছড়ানো কুচি দেওয়া প্যান্ট ও শর্ট কামিজের কো-অর্ডস, সঙ্গে জরির পাড়ের নেটের গোলাপি ওড়না
সানিয়া বিয়েতে গিয়েছিলেন তাঁর ছোট বোন আনাম মির্জাকে সঙ্গে নিয়ে। আনামের পরনে ছিল শাড়ি
এর আগে ঘিয়ে রঙা মিনিমালিস্ট সালোয়ার কামিজে পরিণীতি সেরেছিলেন বাদগান