৪ অক্টোবর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হলো যুক্তরাজ্যের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী, চিত্রনাট্যকার ও পরিচালক ইমির্যাল্ড ফেনেলের নতুন সিনেমা ‘সল্টবার্ন’ দিয়ে ওঠে ৬৭তম উৎসবের পর্দা। ফেনেল পরিচালিত প্রথম ফিচার ফিল্ম ‘প্রমিজিং ইয়াং ওম্যান’ পাঁচটি বিষয়ে অস্কার মনোনয়ন পায় ও সেরা চিত্রনাট্যকার হিসেবে ৯৩তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অস্কার হাতে তোলেন এই নারী। ‘সল্টবার্ন’ সিনেমার প্রিমিয়ারে আমন্ত্রিত ছিলেন আয়ারল্যান্ডপ্রবাসী বাংলাদেশি মডেল ও পাইলট মাকসুদা আক্তার প্রিয়তি।