চঞ্চল ও তিশা পরিবার যেভাবে সেজেছিলেন

৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো মেরিল–প্রথম আলো পুরস্কার–২০২২। এই অনুষ্ঠানে কেমন ছিল তারকাদের সাজপোশাক, এ নিয়ে নকশার বিশেষ আয়োজন।

একই পোশাকে চঞ্চলের পরিবার

একই নকশার শার্ট পরে এসেছিলেন বাবা–ছেলে
ছবি: কবির হোসেন

ছেলে শৈশব রুদ্র শুদ্ধর সঙ্গে একই রকম পোশাক পরে উপস্থিত হয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দুজনেই পরেছিলেন বিইং হিউম্যান ব্র্যান্ডের নক্ষত্র আঁকা ধূসর রঙের শার্ট, জিনস প্যান্ট ও নাইকি ব্র্যান্ডের কেডস জুতা। স্ত্রী শান্তা চৌধুরী পরেছিলেন কালো রঙের জামদানি শাড়ি।

ফারুকী–তিশা ছিলেন চিরচেনা সাজে

ফারুকী–তিশা দম্পতি

নেভি ব্লু পাঞ্জাবিতে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। আরামের দিকটি বিবেচনা করেই দেশীয় ব্র্যান্ডের পাঞ্জাবি পরেছিলেন তিনি। চলাফেরায় স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পায়ে ছিল স্যান্ডেল। পাঞ্জাবির সঙ্গে ছিল প্যান্ট। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বরাবরই অনাড়ম্বর পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাদা টিস্যু কাপড়ের শাড়িতে ছিল হালকা গোলাপি আর আসমানি রঙের পাথরের কাজ। শাড়িটি ডিজাইন করেছেন ফেস্টিভাইবের ক্রিয়েটিভ ডিরেক্টর নাশরিন সুলতানা।

সাদা মসলিনের ওপর সূক্ষ হাতের কাজ

এ শাড়ির ডিজাইন কেমন হতে পারে, সে বিষয়ে বুদ্ধিপরামর্শ দিয়েছেন তিশার স্বামী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী আর অভিনেত্রী সাফা কবির। পারসোনা থেকে নেওয়া মেকআপ আর নিজের চটজলদি করা হেয়ারস্টাইলে বরাবরের মতোই জমকালো ছিলেন তিশা।