দুর্গোৎসবে মেতেছেন বলিউড, টালিউড আর ঢালিউডের তারারা

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সব বিভেদ ভুলে উৎসবে মেতেছেন বলিউড, ঢালিউড আর টলিউড তারকারা। দেখে নেওয়া যাক পূজায় তারকাদের সাজপোশাক।
নীল-টিয়া শাড়ি আর বাঙালি সাজে সপ্তমীতে রানি মুখার্জি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সপ্তমীতে পূজামণ্ডপে হলুদ শাড়িতে বোন তানিশা মুখার্জির সঙ্গে কাজল
অষ্টমীতে একসঙ্গে রানি মুখার্জি আর কাজল
পূজার প্রতিটি দিনেই নতুন নতুন সাজে দেখা দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। কমলারঙা জমিনে সোনালি জরির কাজ করা শাড়িটি পরে লিখেছেন ‘শুভ সপ্তমী’
সপ্তমীতেই স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী আর পুত্র ইউভানকে নিয়ে সাদা জামদানিতে মণ্ডপে শুভশ্রী
অষ্টমীতে হলুদ কাতান আর গোলাপি হাতাকাটা ব্লাউজে দেখা দিয়েছেন শুভশ্রী
রণবীর কাপুর আর মৌনি রায়কে নিয়ে  মণ্ডপে মণ্ডপে ঘুরছেন বাঙালি পরিচালক আয়ান মুখার্জি। বলিউড তারকা মৌনি রায়ও বাঙালি। এই মণ্ডপেই গিয়েছিলেন রানি আর কাজল। বাদ যাননি বলিউডের আরেক বর্ষীয়ান বাঙালি অভিনেত্রী জয়া বচ্চন
দুর্গাপূজায় বলিউডের সংগীত তারকা শ্রেয়া ঘোষাল বাঙালি জীবনসঙ্গী শিলাদিত্য মুখোপাধ্যায়কে নিয়ে ঘুরছেন ছোটবেলার স্কুল
মণ্ডপে দুর্গাপ্রতিমাকে পটভূমিতে রেখে মিমি চক্রবর্তী
প্রিয়ালির পোশাকে জয়া আহসান ষষ্ঠীতে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘কাশফুল আর বাংলার টানে, মা সেজেছে ষষ্ঠী গানে। শুভ শারদীয়া ২০২২ বন্ধুরা...’
অষ্টমীতেও জমকালো একটি থ্রিপিসে দেখা দিয়েছেন জয়া
সাদা শাড়িতে মৌনি রায়
অষ্টমীতে লাল-সাদা জামদানিতে রাইমা সেন
পূজার প্রতিটা দিনে মিথিলাও দেখা দিচ্ছেন শাড়িতে
পার্ণো মিত্রের অষ্টমীর লুক