শীতের দরকারি এক অনুষঙ্গ চাদর বা শাল। নানা উপকরণে তৈরি হয় চাদর। গেল বারের মতো এবারও শীত মৌসুমে ট্রেন্ডে আছে ডেনিম চাদর। ঘোরাঘুরি কিংবা বন্ধুদের আড্ডায় আপনার নিত্যসঙ্গী হতে পারে ডেনিম চাদর।
আটপৌরে জীবনেও অনায়াসে জায়গা করে নিতে পারে এসব চাদর। বাতাসে শীত শীত ভাব, হিমজড়ানো আবেশ, এমন হালকা শীতে ডেনিম চাদর দারুণ কাজে দেবে। কাপড়টা নরম বলে পরতেও আরাম। তাই একদিকে যেমন ফ্যাশনসচেতন তরুণ-তরুণীরা ডেনিম চাদর পছন্দ করেন, তেমনি বয়স্ক ব্যক্তিও স্বচ্ছন্দে পরতে পারেন এসব চাদর।
নকশায়, রঙে-ঢঙে
ডেনিম চাদরে পাবেন নীলের নানান শেড। নকশায়ও থাকছে বৈচিত্র্য। পাবেন জ্যামিতিক মোটিফ। লেজারের কাজ দিয়ে এমন ধারার নকশা সৃষ্টি করা হয়। টাই-ডাইয়ের দেখাও মিলবে। ডেনিম চাদরে থাকে হালকা নকশা। খুব একটা রংচঙে নয়, কিন্তু দারুণ ‘ট্রেন্ডি’ এসব চাদর।
সব পোশাকে মানাবে তো?
ডেনিমের তৈরি যেকোনো অনুষঙ্গই পাশ্চাত্যধারার পোশাকের সঙ্গে মানানসই। সারা লাইফস্টাইল লিমিটেডের ফ্যাশন ডিজাইনার সিলভিয়া স্বর্ণা জানান, দেশীয় পোশাকের সঙ্গেও দারুণ যাবে ডেনিম চাদর। অনেকেই হয়তো পাশ্চাত্য ধাঁচে তৈরি পোশাকে স্বচ্ছন্দ নন। এমন ক্ষেত্রে সুতি শাড়ি কিংবা পাঞ্জাবির সঙ্গে অনায়াসে পরা যেতে পারে ডেনিম চাদর।