ভারতীয় অভিনেত্রী থেকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া আলোচনায় এসেছেন ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে। তাঁকে দেখে কে বলবে, ৪২ বসন্ত পার করেছেন এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কার একমাত্র ছোট ভাই, ৩৫ বছর বয়সী সিদ্ধার্থ চোপড়া বিয়ে করলেন ৩০ বছর বয়সী তামিল ও তেলেগু তারকা নীলম উপাধ্যায়কে। সেই আয়োজনে অংশ নিতেই গত ৩০ আগস্ট ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। বিয়েতে প্রিয়াঙ্কার ফ্যাশন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার নেকলেসটা ছিল খুবই ‘সস্তা লুকের’। অথচ সেটির দাম শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। ছবিতে দেখে নেওয়া যাক, প্রিয়াঙ্কার বিয়েবাড়ির সাজপোশাক কেমন ছিল এবং সেগুলোর দাম কত।