প্রিয়াঙ্কার এই নেকলেসের দামে কেনা যাবে বিলাসবহুল বাড়ি, গাড়ি

ভারতীয় অভিনেত্রী থেকে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া আলোচনায় এসেছেন ভাইয়ের বিয়েতে অংশ নিয়ে। তাঁকে দেখে কে বলবে, ৪২ বসন্ত পার করেছেন এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কার একমাত্র ছোট ভাই, ৩৫ বছর বয়সী সিদ্ধার্থ চোপড়া বিয়ে করলেন ৩০ বছর বয়সী তামিল ও তেলেগু তারকা নীলম উপাধ্যায়কে। সেই আয়োজনে অংশ নিতেই গত ৩০ আগস্ট ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। বিয়েতে প্রিয়াঙ্কার ফ্যাশন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, প্রিয়াঙ্কার নেকলেসটা ছিল খুবই ‘সস্তা লুকের’। অথচ সেটির দাম শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। ছবিতে দেখে নেওয়া যাক, প্রিয়াঙ্কার বিয়েবাড়ির সাজপোশাক কেমন ছিল এবং সেগুলোর দাম কত।

প্রিয়াঙ্কা চোপড়ার পরনে যে শিফনের কাস্টম–মেড শাড়ি দেখছেন, সেটি বিশেষ এই অনুষ্ঠানে পরার জন্য তৈরি করে দিয়েছেন ভারতের নামকরা ডিজাইনার মনীশ মালহোত্রা। গাঢ় ম্যাজেন্টা রঙের শাড়িটির ওপর নিখুঁত নকশায় ফুটে উঠেছে এমব্রয়ডারি আর কাটওয়ার্কের কাজ। শাড়িতে বসানো হয়েছে বহুমূল্যবান পাথর। শাড়িটি তিনি পরেছেন একই রঙের কারুকার্যখচিত হাতাকাটা ব্রালেট দিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
প্রিয়াঙ্কার এই সাজে শাড়ি, ব্যাগ, ব্রেসলেটকে ছাপিয়ে গেছে গলার গয়নাটি। ভিনটেজ মুক্তার চোকার–নেকলেসটি মুক্তা, রুবি ও হীরা দিয়ে তৈরি। দ্য ক্লজেট ডায়েরি অনুসারে এই চোকার–নেকলেসের দাম ৮ কোটি রুপি! প্রিয়াঙ্কার এই নেকলেসের দামে কেনা যাবে বিলাসবহুল বাড়ি, গাড়ি
হাতের ব্যাগ, গয়না সবই নেওয়া হয়েছে ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগারি থেকে। প্রিয়াঙ্কা চোপড়া বুলগারির শুভেচ্ছাদূত। বুলগারির গয়না, ব্যাগ ও অনুষঙ্গের মাধ্যমে জমকালো সাজের পাশাপাশি একই সঙ্গে বুলগারির প্রচারণাও হয়ে গেল। এই ব্যাগের দাম ৫ লাখ ৫০ হাজার রুপি
হাতের ব্রেসলেটটি ১৮ ক্যারেট সাদা সোনা আর পাভে হীরা দিয়ে তৈরি। সাপের মতো কুণ্ডলী পাকানো এই নকশা বুলগারির সিগনেচার ডিজাইন। বুলগারির আনুষ্ঠানিক ওয়েবসাইট অনুসারে এর মূল্য ৩০ লাখ ৭৯ হাজার রুপি
পায়ে যে ব্লক হিল পরেছেন, সেটি নেওয়া হয়েছে ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড ‘অপরাজিতা অফিশিয়াল’ থেকে। দাম ৮ হাজার ৯৯৯ রুপি
শাড়িটি যেহেতু ফরমাশ দিয়ে বানানো, দাম জানা যায় না। ফলে শাড়িটি ছাড়াই প্রিয়াঙ্কা যত গয়না, জুতা আর অনুষঙ্গ পরেছিলেন, সেগুলোর দাম সব মিলিয়ে ৮ কোটি ৩৬ লাখ ৩৭ হাজার ৯৯৯ রুপি!