ভারতে মিস ওয়ার্ল্ডের এবারের ৭১তম আসরে অনেকেই আশা করেছিলেন, মুকুট হয়তো এশিয়াতেই থাকবে। শনিবার রাতে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে আয়োজিত চূড়ান্ত পর্বের রাতে শেষ হাসি হাসল ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র। বিশ্বসুন্দরীর মুকুট ওঠে ক্রিস্টিনা পিসকোভার মাথায়। অবশ্য সেটা অনেকটা অনুমিতই ছিল। মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্ব যখন চলছিল, তখন ফেসবুকের মন্তব্যে যাঁর নাম সারা বিশ্ব থেকে সবচেয়ে যোগ্য হিসেবে বারবার উচ্চারিত হয়েছে, তিনি ক্রিস্টিনা। তাঁর মাথায় মুকুট তুলে দেন ২০২২ সালের পোলিশ বিজয়ী ক্যারোলিনা বিলস্কা। দীর্ঘ ২৮ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হয়েছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। ১২ জন বিচারকের প্যানেলে ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন ও পূজা হেগড়ে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ২০১৩ সালের ফিলিপিনো-মার্কিন বিশ্বসুন্দরী মেগান ইয়ং ও বলিউডের প্রযোজক করণ জোহর। একনজরে জেনে নেওয়া যাক ক্রিস্টিনা সম্পর্কে।