ট্রান্সজেন্ডার মডেল সকালকে দেখুন নতুন রূপে

নিজের ভেতর তিনি ধারণ করতেন নারীসত্তা। তবে একটা সময় পর্যন্ত সমাজ বা পরিবারকে তা বোঝাতে পারেননি। যাঁর সম্পর্কে কথা হচ্ছে, তিনি ইয়াসিন আহমেদ সকাল, একজন ট্রান্সজেন্ডার। নিয়মিত মডেলিং করছেন। অদম্য সাহস আর ইচ্ছা তাঁর স্বপ্নপূরণের সঙ্গী হয়। এ বছর অনুষ্ঠিত মিস এভারগ্রিন বাংলাদেশ ২০২৩–এ তিনি হয়েছেন দ্বিতীয় রানারআপ। ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছেন শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। গতকাল এক অনুষ্ঠানে তাঁকে সবার সামনে উপস্থিত করেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। একাধিক লুকে তিনি সাজিয়ে তোলেন ইয়াসিন আহমেদ সকালকে।

ট্রান্সজেন্ডার ইয়াসিন আহমেদ সকাল মিস এভারগ্রিন বাংলাদেশ ২০২৩–এ দ্বিতীয় রানার আপ হয়েছেন
ছবি : রেড বিউটি স্যালন
নিজের স্বপ্নগুলোর প্রতিফলন ঘটেছে এই আয়োজনে, এমনটাই জানান মডেল সকাল।
মডেল সকালের এই শাড়ি তৈরি করেছেন ডিজাইনার রাকিব
তার নারীত্বকে এত সুন্দরভাবে প্রকাশের জন্য রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সকাল