বিয়ের সাজে যে ৩ নতুনত্ব দেখা যাবে এ বছর

কনের মেকআপের ওপর অনেক কিছুই নির্ভর করে। বছর বছর বর-কনের পোশাকে যেমন নতুন কিছু যুক্ত হয় আর কিছু জিনিস বাদ পড়ে, সাজের ক্ষেত্রেও তা–ই। চলুন দেখে নিই, এবার কনের সাজে নতুন কী যুক্ত হলো।

কনে এবার সাজবে ভারী গয়নায়
ছবি : সুমন ইউসুফ
মিনিমাল মেকআপ এ বছরও কনে সাজের ট্রেন্ড।
বিয়ের সাজে ভিন্ন ধারার পোশাকের জনপ্রিয়তা থাকবে এ বছর