ডিজাইনার জুটির বিয়েতে বলিউড তারকাদের সাজ

ধুমধামে হয়ে গেল বলিউডের অন্যতম জনপ্রিয় ডিজাইনার জুটি কুনাল রাওয়াল ও অর্পিতা মেহতার বিয়ে। এই জুটির নকশা করা অনেক পোশাকে দেখা দিয়েছেন বলিউডের তারকারা। এভাবে বলিউড তারকাদের সঙ্গে ডিজাইনারদের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে। কুনাল আর অর্পিতার বিয়েতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। একনজরে দেখে নেওয়া যাক বর-কনেসহ বিয়েতে উপস্থিত তারকা অতিথিদের সাজ পোশাক—
বিয়েতে বর–কনের পোশাকে প্রাধান্য পেয়েছে সোনালি আর সাদা রং। এমনকি অতিথিদের পোশাকেও দেখা গেছে এই দুই রঙের আধিপত্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অর্পিতার পরনে ছিল আয়না বসানো লেহেঙ্গা। ক্রপড নেকলাইনের ছোট হাতার ব্লাউজ আর হাই ওয়েস্ট স্কার্টের সঙ্গী হয়েছিল অরগ্যাঞ্জা দোপাট্টা। কুনালের শেরওয়ানিও কনের সঙ্গে মিল করে বানানো। ছিল টোপর আর ওড়না
আলিয়া ভাটের মতো অর্পিতার সাজেও ছিল না কোনো বাড়াবাড়ি। গয়না আর মেকআপ—দুই ক্ষেত্রে একেবারে যেটুকু না হলেই নয়, সেটুকুই ছিল
ফ্যাশন আইকন মালাইকা অরোরা কুনাল ও অর্পিতার বিয়ের সব আয়োজনেই অংশ নিয়েছিলেন। পরেছিলেন মনীশ মালহোত্রার নকশা করা লেহেঙ্গা
আলাদা করে নজর কাড়ে মালাইকার গলার গয়না। ‘গোয়েনকা ইন্ডিয়া’র সবুজ পাথরের একটা চোকারের সঙ্গে পরেছিলেন সাদা, সবুজ পাথর আর পুঁতির কারুকাজ করা একটি হার
বরুণ ধাওয়ানের পরনে ছিল হালকা গোল্ডেন কুর্তা, পায়জামা আর ওড়না। ফ্যাশন ডিজাইনার স্ত্রী নাতাশা দালাল দেখা দিয়েছেন সাদা পোশাকে। নাতাশার পরনে ছিল সাদা রাফল লেহেঙ্গা
ফ্যাশন ডিজাইনার রিয়া কাপুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন কনে অর্পিতা মেহতার ডিজাইন করা পোশাকে। ডিজাইনারদেরও ডিজাইনারস ড্রেস পরতে ইচ্ছা করে!
মীরা রাজপুতের পরনে ছিল রাফল সাদা শাড়ি। এটিও অর্পিতা মেহতার ডিজাইন করা। সেটি তিনি পরেছিলেন চুমকি আর এমব্রয়ডারির কাজ করা স্লিভলেস ব্লাউজ দিয়ে। গলার চোকার, কপালের টিকলি, হাতে ঘড়ি আর মিনিমালিস্টিক মেকআপ—এতেই সাজ পূর্ণ করেছেন তিনি
বিয়েবাড়িতে মীরার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে শহীদ কাপুর লিখেছেন, ‘মুঝছে শাদি কারোগি?’
কুনাল ও অর্পিতার বিয়ের দিন মালাইকা অরোরা দেখা দিয়েছিলেন কারুকাজ করা দারুণ একটি সাদা শাড়িতে

৮. ।
৯.
১০.