বলিউডের বিয়ে মানেই কোটির অঙ্কের আলাপ শুরু। বর-কনে, পোশাক, অতিথির তালিকা, বিয়ের আসর, নাচ-গান, মেহেদি, সংবর্ধনা—সবখানেই সর্বোচ্চ জাঁকজমক। খরচের হিসাবের কোনো কূলকিনারা নেই। সেদিক থেকে আলাদা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ে। ছিমছাম আয়োজন। কোনো কিছুতেই খুব বেশি বাড়াবাড়ি নেই। নেই আলগা লোকদেখানো ব্যাপারস্যাপার। বিয়েতে মায়ের কান্নার ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিতর্ক পেছনে ফেলে বিয়ের অনুষ্ঠানে মা-বাবা অংশ নিলেও ভাই লাভ সিনহা কেন আসেননি, সে আলাপ এখনো টাটকা। এর মধ্যেই হানিমুনের ছবি ভেসে উঠছে অন্তর্জালের দুনিয়ায়। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে যেসব পোশাক আর গয়না পরেছেন, সে আলাপও চলছে। ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
সূত্র: ইনস্টাগ্রাম