কম খরচে সোনাক্ষীর ছিমছাম বিয়ে, কেন কেঁদেছিলেন মা?

বলিউডের বিয়ে মানেই কোটির অঙ্কের আলাপ শুরু। বর-কনে, পোশাক, অতিথির তালিকা, বিয়ের আসর, নাচ-গান, মেহেদি, সংবর্ধনা—সবখানেই সর্বোচ্চ জাঁকজমক। খরচের হিসাবের কোনো কূলকিনারা নেই। সেদিক থেকে আলাদা সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়ে। ছিমছাম আয়োজন। কোনো কিছুতেই খুব বেশি বাড়াবাড়ি নেই। নেই আলগা লোকদেখানো ব্যাপারস্যাপার। বিয়েতে মায়ের কান্নার ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিতর্ক পেছনে ফেলে বিয়ের অনুষ্ঠানে মা-বাবা অংশ নিলেও ভাই লাভ সিনহা কেন আসেননি, সে আলাপ এখনো টাটকা। এর মধ্যেই হানিমুনের ছবি ভেসে উঠছে অন্তর্জালের দুনিয়ায়। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে যেসব পোশাক আর গয়না পরেছেন, সে আলাপও চলছে। ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

সোনাক্ষীর মুঠোফোনের পর্দায় এখন শোভা পাচ্ছে বিয়ের ছবি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই ছবিই হোমস্ক্রিনে দিয়ে রেখেছেন
হানিমুনের গিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেদের একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘এখন আর আমরা গত ৭ বছরের মতো “কেবলই ভালো বন্ধু” নই।’
হানিমুনে কোথায় গেছেন, কেউ জানে না
হোটেলের সুইমিংপুল থেকে তোলা দুটি ছবি সোনাক্ষী শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে
এর আগে ভারতের মুম্বাইয়ের এক নামকরা রেস্তোরাঁয় পরিবার আর কজন কাছের বন্ধুকে নিয়ে হয়েছে ‘ওয়েডিং ডিনার’
সেখানে সোনাক্ষীকে দেখা গেছে লাল কো-অর্ডসে। যার দাম মাত্র ১৮ হাজার ৯৯৯ রুপি
সংবর্ধনা অনুষ্ঠানে সোনাক্ষী সিনহা যে লাল বেনারসিতে দেখা দিয়েছেন, সেটি নিয়েছেন ভারতীয় ফ্যাশন ব্র্যান্ড র ম্যাঙ্গো থেকে। র ম্যাঙ্গো শাড়ির জন্য জনপ্রিয়। প্রায় সব বলিউড তারকার পরনেই দেখা গেছে র ম্যাঙ্গোর শাড়ি। ভারতের রাজস্থানের মোবারকপুর গ্রাম থেকে উঠে আসা সঞ্জয় গার্গ এই ফ্যাশন ব্র্যান্ডের উদ্যোক্তা। এই ব্র্যান্ডের পোশাকে উঠে এসেছে রাজস্থানের ঐতিহ্যবাহী সব মোটিফ
লাল বেনারসি সিল্ক শাড়ি পরা সোনাক্ষীর বিয়ের ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। শাড়িটির দাম ৭৯ হাজার ৮০০ রুপি
এই লাল বেনারসির সঙ্গে সোনাক্ষী যে কাস্টম মেড চোকারটি পরেছেন, সেটি নিয়েছেন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরের জুয়েলারি ব্র্যান্ড ‘তিয়ানি’ থেকে। এই সবুজ চোকার আর দুলের দাম ৪ লাখ ৬৫ হাজার রুপি
বিয়ের আলোচনার শুরুতে ধর্মীয়, রাজনৈতিক, সংস্কৃতিক, অর্থনৈতিক—নানা কারণে সোনাক্ষীর পরিবার রাজি ছিল না। এমনকি তারা বিয়েতে অংশ নেবে কি না, তা নিয়েও ছিল অনিশ্চয়তা
মা-বাবার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে সোনাক্ষী লেখেন, ‘বিয়েতে মা কাঁদতে শুরু করল, এটা ভেবে যে আমি আর তাঁদের সঙ্গে একই বাড়িতে থাকব না। আমি বললাম, ভেবো না মা, জুহু থেকে বান্দ্রা ২৫ মিনিটের পথ।’
৩৭ বছর ধরে মা-বাবার সঙ্গেই মুম্বাইয়ের জুহুর বিলাসবহুল ১০ তলা বাড়ি ‘রামায়ণ’-এ থেকেছেন সোনাক্ষী। এখন থেকে থাকবেন জহিরের বান্দ্রার ফ্ল্যাটে


সূত্র: ইনস্টাগ্রাম