পরিণীতি কনে সাজলেন ঘিয়ে রঙা লেহেঙ্গা আর মিনিমালিস্ট মেকআপে
জীবনযাপন ডেস্ক
রোববার উদয়পুরের লেক প্যালেসে হয়ে গেল বহু প্রতীক্ষিত এক হাই প্রোফাইল বিয়ে, বর আম আদমি পার্টির নেতা, ভারতের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য রাঘব চাড্ডা আর কনে বলিউড তারকা পরিণীতি চোপড়াবিয়েতে পরিণীতির পরনে ছিল মনীষ মালহোত্রার নকশা করা লেহেঙ্গা আর দামি পাথরের গয়না একেবারেই মিনিমালিস্টিক সাজে ছিলেন পরিণীতি, বিয়েতে নো মেকআপ লুকের কদর এখন তুঙ্গেঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন বর সেজে, কনেকে নিতে
উদয়পুরের যে বিলাসবহুল হোটেলে গত চার দিন ধরে চলছে বিয়ের আয়োজন, সেখানে প্রতি রাত থাকার খরচ ১০ লাখ রুপি বা ১৩ লাখ ১৮ হাজার টাকা কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এই বিয়েতে উপস্থিত ছিলেন আম আদমি পার্টির বড় বড় রাজনৈতিক নেতা। আরও ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং, রাজস্থানের মুখমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মূখ্যমন্ত্রী ভূপেন বাঘেলরাও। সস্ত্রীক উপস্থিত ছিলেন ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাঁদের বিয়ের আসরে। তবে অংশ নিতে পারেননি বোন (কাজিন) প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের ছবিগুলো শেয়ার করে পরিণীতি লিখেছেন, যেদিন প্রথম আমরা সকালে নাশতা করছিলাম, ওই টেবিলে বসে ঠিক ওই মুহূর্তেই আমি জানতাম, এই দিনটা আসবে। অবশেষে আমরা মিস্টার অ্যান্ড মিসেসএর আগে ঘিয়ে রঙা মিনিমালিস্টিক সালোয়ার কামিজে পরিণীতি সেরেছিলেন বাদগান রাঘব ও পরিণীতি দুজনের বয়সই ৩৪ বছর