পুরো পোশাকে বা একাংশে এখন প্রাধান্য পাচ্ছে চুমকি।
পুরো পোশাকে বা একাংশে এখন প্রাধান্য পাচ্ছে চুমকি।

পোশাক

পোশাকে এখন শুধু চুমকির চমক

পোশাকে চুমকি বা সিকোয়েন্স বেশ জনপ্রিয় এখন। পোশাক পাশ্চাত্য বা দেশীয় যে কাটেরই হোক না কেন, থাকছে এখন সিকোয়েন্সের ব্যবহার। চুমকির সঙ্গে মিলিয়ে বেছে নিতে হবে সাজপোশাকের অন্যান্য উপকরণ।

শীত ফ্যাশনের আসল মজাই হচ্ছে, এ সময় রংবেরঙের পোশাক পরায় নেই মানা। শীতের ধূসরতা কাটাতে সাজপোশাকে জায়গা করে নেয় জমকালো সব নকশা। শীতপোশাকের পুরোটায় সিকোয়েন্স বা চুমকির ব্যবহার সে রকমই একটি ধারা। পাশ্চাত্য বা দেশীয়, যে কাটেরই পোশাক হোক, থাকতে পারে সিকোয়েন্সের ব্যবহার।

আনুষ্ঠানিক আয়োজনে চুমকির পোশাকের সঙ্গে বেছে নিন হিলের জুতা। পোশাক: ক্লাবহাউস

২০২২ সালে জনপ্রিয় ছিল আরামদায়ক আর সহজাত পোশাকের চল। এ বছর কাট আর নকশা নিয়ে বেশ পরীক্ষা–নিরীক্ষা করা হবে। লন্ডন, প্যারিস, নিইউয়র্ক, মিলানের ফ্যাশন শোতে নামকরা ব্র্যান্ডগুলোর কাজ থেকে সে রকম একটা ধারণা ইতিমধ্যেই পাওয়া গেছে। সৃজনশীলভাবে পোশাকের ওপর চুমকিকে ঢেলে দেওয়া হচ্ছে। দাওয়াতে বা সারা দিনের পোশাক—সবখানেই থাকতে পারে চুমকির ব্যবহার। তবে স্থান আর সময় অনুযায়ী পাল্টে যাবে চুমকির নকশা।

চুমকির নিজেরই আছে নিজস্ব শক্তিশালী ভাষা। কেউ যখন এ ধরনের নকশার পোশাক পরে, তখন খুবই গুরুত্বপূর্ণ হলো নিজস্ব একটা স্টাইল। না হলে আপনি পোশাকের নকশার ভারে হারিয়ে যেতে পারেন। মেকআপ এবং চুলের স্টাইল এমনভাবে করতে হবে, যাতে করে পুরো সাজপোশাকেই একটা ভারসাম্য থাকে। চুমকির পোশাকের সঙ্গে সাজতে হবে সচেতনভাবে। এ ধরনের পোশাকের সঙ্গে খুব চকচকে মেকআপ না করাই ভালো।

শুধু টপেই সিকোয়েন্স। স্কার্টে নেই। এ ধরনের পোশাক মানিয়ে যাবে সন্ধ্যার কোনো আড্ডায়। পোশাক: বেলি’স, গো দেশী

চোখে স্মোকি সাজ আর নুড লিপস্টিক সবচেয়ে নিরাপদ। চুমকির চমকটাও এতে ভালো বোঝা যাবে। সাজ নিয়ে নিরীক্ষাও চলতে পারে। প্রথমে প্রাইমার লাগিয়ে আপনার ত্বককে ফাউন্ডেশনের জন্য প্রস্তুত করুন। প্রাইমার মেকআপের জন্য মসৃণ ক্যানভাস তৈরি করে এবং সারা দিন বা সারা রাত মেকআপ ধরে রাখতে সহায়তা করবে। চোখের ওপরের অংশেও লাগান ক্রিমভিত্তিক ফাউন্ডেশন।

লিপস্টিক হিসেবে নুড রঙের বাইরে সিকুইন রঙের সঙ্গে মিলিয়ে রং বেছে নিন। সোনালি, রুপালি, আইভরি বা নুড রঙের সিকুইনের পোশাক হলে বেগুনি, ম্যাজেন্টা বা গাঢ় নেভি ম্যাট আইশ্যাডো বেছে নিতে পারেন। অন্যথায় চোখের জন্য বাদামি বা কালো স্মোকি সাজটাই বেছে নিন। ব্লাশঅন থাকবে হালকা।

ব্লাউজ আর শাড়ির ওপর রুপালি চুমকি। শীতের দিনের দাওয়াতের জন্য আদর্শ। উজ্জ্বল রং হওয়ায় দিনের বেলায়ও বেছে নিতে পারেন। শাড়ি এবং ব্লাউজ: বেলি’স, গো দেশি

চুমকির পোশাকের সঙ্গে হিল থাকলে তাতে একটা আনুষ্ঠানিক ভাব চলে আসে। আর কেডস বা স্যান্ডেল থাকলে দাওয়াতের বাইরেও পরতে পারবেন অনায়াসে। তবে জুতার রং যেন হয় একরঙা। গয়নায় থাকুক একদম হালকা নকশা। যদি দাওয়াতের জন্য বেছে নিতে হয়, সিকোয়েন্সের রং যতটা গাঢ় হয় তত ভালো। এ ছাড়া উজ্জ্বল রঙের চুমকির পোশাক হলে ওপরে চড়িয়ে নিন জিনসের জ্যাকেট, টপ বা সোয়েটার হলে বেছে নিন জিনসের প্যান্ট।